
ডেস্ক রিপোর্ট : : বলিউডের অন্দর মহল নিয়ে মানুষের জল্পনা কল্পনার শেষ নেই।
মাঝে মাঝে বলিউড তারকাদের বেফাঁস মন্তব্যে বেরিয়ে আসে সেখানকার চমকপ্রদ তথ্য। এবার এমন তথ্য উঠে এলো যা হয়ত আগে কখনও শোনা যায়নি। 'দাবাং' নায়িকা সোনাক্ষী সিনহা সেই সোজাঝাপ্টা তথ্য দিয়েছেন।
সম্প্রতি সাক্ষাৎকারে বলিউডের 'ক্যাট ফাইট' নিয়ে সোনাক্ষীকে প্রশ্ন করা হয়। বলিউডের অ্যাকশন নায়ক শত্রু সিনহার কন্যা সোনাক্ষী পাল্টা প্রশ্ন করেন, এ ধরনের প্রশ্ন শুধু মেয়েদেরই করা হয় কেন?
এরপর সোনাক্ষী শেয়ার করেছেন বলিউড পাড়ার অন্দরের কথা। তিনি দাবি করেন, বলিউডে পুরুষরা অনেক বেশি নিরাপত্তাহীনতায় ভোগেন। ফলে তারা নাকি অনেক বেশি গসিপ করেন। মাঝে মাঝে তাদের গসিপ নাকি মেয়েদেরকেও হার মানায়!
সোনাক্ষীর এই বিস্ফোরক মন্তব্যে জল্পনা কল্পনা শুরু হয়েছে বলি মহলে। পুরুষরা নিরাপত্তাহীনতায় ভোগেন, এমন মন্তব্যে আপত্তি বিভিন্ন মহলের। সেই বিতর্কে অবশ্য পাত্তা দিতে নারাজ 'দাবাং' তারকা সোনাক্ষী। তবে গসিপ প্রশ্নে অনেকই বলছেন, পুরুষ হোক বা মহিলা, গসিপ সকলেই করেন।
সূত্র: আনন্দবাজার পত্রিকা