
ডেস্ক রিপোর্ট:: শ্যুটিংয়ের সময় ঘারে চোট পেয়ে গুরুতর অসু¯’ বলিউড সুন্দরি ক্যাটরিনা কাইফ।
আর এই চোটের কারণে একটি ফিল্মি পুরস্কারের অনুষ্ঠানে পারফর্ম করতে পারছেন না ক্যাটরিনা কাইফ ।
খবর অনুযায়ী, একটি ফিল্মি পুরস্কারের অনুষ্ঠানে নাচের মহড়া করতে গিয়ে হঠাৎই ক্যাটরিনা অনুভব করে ঘাড়ে তাঁর ব্যথা হ”েছ । স্পটবয় ডট কমের খবর অনুযায়ী, নাচের মহড়া বাতিল করে, সঙ্গে সঙ্গেই ডাক্তারের কাছে যান ক্যাটরিনা । ডাক্তার সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়, ক্যাটরিনার ঘাড়ে গুরুতর চোট !
ক্যাটরিনা জানিয়েছেন, ‘জগ্গা জাসুস সিনেমার শ্যুটিংয়ের সময়ই চোট লাগে ঘাড়ে । ’ ডাক্তার ক্যাটরিনা প্রায় এক সপ্তাহ বিশ্রাম নিতে বলেছেন !