
ডেস্ক রিপোর্ট : : বর্তমানে প্যারিসে বাস করছেন বলিউডের আবেদনময়ী নায়িকা মল্লিকা শেরওয়াত।
কিন্তু তার প্যারিসে বসবাস খুব একটা সুখের হচ্ছে না। কয়েক মাসের ভাড়া বাকি পড়ায় প্রেমিকসহ বাড়ি ছাড়তে হলো তাকে। তার বাড়ি ভাড়া বাকি পড়তে পড়তে ইন্ডিয়ান মুদ্রায় তা ৬৪ লাখ রুপিতে দাঁড়ায়। এরপরই তাকে বাড়ি ছাড়ার নোটিশ ধরিয়ে দেন বাড়িওয়ালা। এরই মধ্যে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে তাদের।
জানা গেছে, ২০১৬ সালের নভেম্বর মাসে কয়েকজন মুখোশধারী সন্ত্রাসীর আক্রমণের শিকার হন মল্লিকা। এরপর থেকেই ক্ষুব্ধ হয়ে ওঠেন এই চকোলেট গার্ল। তার আইনজীবী জানান, ওই ঘটনার পর মল্লিকা এতোটাই বিরক্ত হন যে, বাড়িভাড়া বাকি রেখে নিজের ক্ষোভের আগুনে পানি ঢালতে চাইছিলেন তিনি। এছাড়া সাম্প্রতিক সময়ে কিছু কারণে মল্লিকা ও তার প্রেমিক বেশ অর্থকষ্টেও আছেন বলে জানান আইনজীবী। তাই ভাড়া বাকি রাখতে হচ্ছিল।
প্যারিসের বেশ বিলাসবহুল এলাকায় থাকেন মল্লিকা। তারা যে এলাকার অ্যাপার্টমেন্টে থাকেন, সেখানে প্যারিসের ধনকুবেরদের বাস। ঠাটবাট বজায় রাখতে ওই এলাকায় থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন মল্লি। যদিও শেষ পর্যন্ত বাড়ি ছাড়তে হলো তাকে।
বাকি পড়া বাড়ি ভাড়া কীভাবে মেটাবেন- তা নিয়ে মুখ খোলেননি এই জনপ্রিয় নায়িকা। ভারতে ফেরার পরিকল্পনার বিষয়েও কিছু জানাননি। সূত্র: বিবিসি।