
ডেস্ক রিপোর্ট :: বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের ‘বেগমজান’ ট্রেলার মুক্তি পাওয়ার পরই বলিউডে হইচই পড়ে গেছে।
সৃজিত মুখোপাধ্যায়েরে এই ছবিকেই বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
ছবিটির প্রেক্ষাপট দেশভাগ। বাংলা ছবি ‘রাজকাহিনী’রই হিন্দি ভার্সন এটি। বাংলা ছবিতে যেখানে ভারত-বাংলাদেশ ভাগাভাগির কথা উঠে এসেছে, সেখানে ‘বেগম জান’ ছবিতে থাকছে পাঞ্জাব সীমান্তে কাটাছেঁড়ার কথা।
মূলত দেশভাগের প্রসঙ্গ আসার কারণেই ছবিটি বয়কট করছে পাকিস্তান। ভারতীয় সংবাদমাধ্যমে দাবি, দেশভাগের কথা উঠলেই অনেক তিক্ত সত্য কথা সামনে আসবে। পাকিস্তান চায় না সত্যি হলেও সেসব সামনে আসুক। সেই কারণেই তাদের আপত্তি।
ছবির প্রযোজক মহেশ ভাট পাকিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়ে ছবি মুক্তির অনুরোধ জানিয়েছেন।
‘বেগমজান’ মুক্তি পাবে আগামী ১৪ এপ্রিল।