
এশিয়া খবর২৪ ডেস্ক :: দীর্ঘদিনের বন্ধু অক্ষয় ঠাক্কার যখন বিয়ের প্রস্তাব দিলেন, তখন না করতে পারেননি
‘হেট স্টোরি ২’ খ্যাত অভিনেত্রী সুরভিন চাওলা। কারণ তারও যে ভালো লাগা ছিল।
শেষ পর্যন্ত ২০১৫ সালে ইতালিতে খ্রিস্টান ধর্ম মতেই বিয়ে সারেন সুরভিন-অক্ষয়। তবে যতদিন না পর্যন্ত হিন্দু ধর্ম মতে বিয়ে হবে, ততদিন হৃদয় আদান প্রদানের কথা তারা প্রকাশ্যে আনবেন না বলেও সিদ্ধান্ত নেন তারা।
সেই সিদ্ধান্ত অনুযায়ী দুই বছর বিয়ের খবরটা গোপন রেখেছিলেন অভিনেত্রী সুরভিন। স্ত্রীর মত এ বিষয়ে চুপ ছিলেন অক্ষয় ঠাক্কারও। খবর জি-নিউজ।
আর এই গোপন রাখার বিষয়কে সম্প্রতি ব্যক্তিগত কারণ হিসেবে উল্লেখ করেেছন চাওলা। অবশ্য এবার মালা বদল ও বিয়ের বিষয়টি স্বীকার করেছেন এই অভিনেত্রী।
প্রায় ১০ বছর আগে ‘কন্নড়’ ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করেন সুরভিন চাওলা। দীর্ঘদিন পথ চলতে চলতে আজ তিনি ‘পার্চড’ নায়িকা। এ জন্য তাকে অনেক কাঠ-খড় পোড়াতে হয়েছে। টক-ঝল-মিষ্টির মিশ্র অভিজ্ঞতার ঝুলি হয়েছে সমৃদ্ধ।