
বিনোদন ডেস্ক :: হালের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। নতুন বছরের প্রথম দিন থেকেই তার বিয়ের গুঞ্জন বাতাসে ভেসে বেড়াচ্ছে।
শোনা যাচ্ছে, দীর্ঘদিনের প্রেমিক তামিম হাসানকে বিয়ে করেছেন তিনি। যদিও এ বিষয়ে পরী কিংবা তামিম কেউই মুখ খোলেননি। তামিম হাসান পেশায় সাংবাদিক।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, গত ৩০ ডিসেম্বর রাতে পরীর বনানীর বাসায় এই বিয়ে হয়। আর গতকাল বুধবার ঢাকা থেকে লঞ্চে করে নতুন বরকে নিয়ে বরিশাল গেছেন পরী। সঙ্গে রয়েছেন তার নানা। এছাড়া তার স্বজনরাও রয়েছেন। পরী এই বরিশাল সফর নিয়ে বিয়ের বিষয়টি সত্যি বলে জল্পনা-কল্পনা বেড়েছে।
‘ভালোবাসা সীমাহীন’ ছবির মাধ্যমে ঢাকাই ছবিতে অভিষেক হয় পরীর। তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘ভালোবাসা সীমাহীন’, ‘পাগলা দিওয়ানা’, ‘আরো ভালোবাসবো তোমায়’, ‘লাভার নাম্বার ওয়ান’, ‘নগর মাস্তান’, ‘মহুয়া সুন্দরী’, ‘মন জানে না মনের ঠিকানা’, ‘পুড়ে যায় মন’, ‘রক্ত’, ‘ধূমকেতু’, ‘কত স্বপ্ন কত আশা’, ‘আপন মানুষ’, ‘সোনা বন্ধু’, ‘অন্তর জ্বালা’, ‘ইনোসেন্ট লাভ’ প্রমুখ।