
ডেস্ক রিপোর্ট:: বাংলাদেশের চল”িচত্র জগতের সুপার স্টার নায়ক শাকিব খান বলেছেন, একটা মানুষ বৈধ হোক অবৈধ হোক পৃথিবীতে এসেছে।
কিš‘ এখন আমি তাকে মানবিকভাবে অস্বীকার করতে পারি না। সে (আব্রাহাম খান জয়) আমারই সন্তান। আমি চাইলেই তাকে অস্বীকার করতে পারতাম। কিš‘ কেন করব? আমি চাই সে ভালভাবে বেড়ে উঠুক।
সোমবার রাত আটটায় একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া এক বক্তব্যে তিনি একথা বলেন।
শাকিব খান বলেন, দুই দিন আগেই আমি আব্রাহামের জন্য ১২ লক্ষ টাকা দিয়েছি। কিš‘ যার সাথে আমার বিয়ে হয়নি, যার সাথে সন্তান হয়নি, আজকে তাকে উপ¯’াপন করে পুরো জাতির কাজে আমাকে এভাবে উপ¯’াপন করা বাংলাদেশের পুরো চল”িচত্র শিল্পকে নষ্ট করা।
শাকিব আরো বলেন, আমি অপুর সাথে এমন কী করলাম, যে পুরো জাতির কাছে আমাকে নগ্নভাবে উপ¯’াপন করা হলো। এখানে নিশ্চই অপুর স্বার্থ জড়িত আছে। শুধু অপুর নয় অপুর সাথে আরো কেউ জড়িত আছে বলে দাবি করেন শাকিব।