
ডেস্ক রিপোর্ট : : ভারতের টেলিভিশনে কন্ডোমের বিজ্ঞাপন দেখানো যাবে আর সকাল সন্ধে নয় শুধু মাত্র নিশিরাতেই ।
এমনই নির্দেশিকা জারি করেছে সে দেশের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। সকাল ৬টা থেকে রাত ১০ টা পর্যন্ত কোনও ভাবেই টেলিভিশনে দেখানো যাবে না এই বিজ্ঞাপন। তার পরিবর্তে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত চলবে কন্ডোমের বিজ্ঞাপন।
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে এই আদেশের অমান্য করলে সংশ্লীষ্ট চ্যানেল কর্তৃপক্ষকে কড়া শান্তির মুখে পড়তে হবে। কারণ ১৯৯৪–এর কেবল টেলিভিশন নেটওয়ার্কের নিয়ম অনুযায়ী কোনও আপত্তিকর দৃশ্য বা আপত্তি কর বার্তা দেওয়া বিজ্ঞাপন সকাল এবং সন্ধে বেলা দেখানো যাবে না। সেজন্য বিজ্ঞাপনের বিষয় খতিয়ে দেখার একটি কমিটিও গঠন করা হয়। অ্যাডভার্টাইসিং স্ট্যান্ডার্ড কাউন্সিল অব ইন্ডিয়ায় সকাল সন্ধে একাধিক কন্ডোমের বিজ্ঞাপন দেখানোর প্রতিবাদে একাধিক অভিযোগ পড়তে শুরু করেছিল। তারপরেই কাউন্সিলের পক্ষ থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রকে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়। সেই অনুরোধ মেনেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।
গ্রাহদের অভিযোগ সকাল থেকে সন্ধে পর্যন্ত একাধিক কন্ডোমের বিজ্ঞাপন একাধিকবার দেখানো হয়। সেগুলি একেবারেই গ্রহণযোগ্য। শিশুমনে বিরূপ প্রভাব ফেলে। সেকারণেই প্রাইমটাইমে এধরনের বিজ্ঞাপন বন্ধ করার দাবি জানান তারা। অর্থাৎ এবার আর প্রাইমটাইমে দেখা যাবে না লাস্যময়ী সানি লিওনি এবং বিপাশা বসুর কন্ডোমের বিজ্ঞাপন।
সূত্র: আজকাল।