
ডেস্ক রিপোর্ট : : মাত্র তিন বছর হল ভোজপুরী ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন তিনি, আর এরইমধ্যে ভোজপুরী
সিনেমাপ্রেমীদের মনে আলোড়ন তুলেছেন এই কন্যে৷ তার নাম- আম্রপালী দুবে৷ স্বতস্ফূর্ত অভিনয়, নাচে-গানে তিনি যেন ভক্তদের মন জয় করবেন বলে বদ্ধপরিকর৷ আর তা যেন প্রমাণ করে দিল ইউটিউবে তাঁর ছবির গানের দর্শক-শ্রোতার সংখ্যা৷ তবে একদিকে যেখানে তাঁর এই গান তাঁর ভক্তদের হৃদয় তোলপাড় করে দিচ্ছে, অন্যদিকে সেখানেই আবার নিন্দুকেরাও মুখ খুলেছেন৷
ভোজপুরী অভিনেতা পবন সিং-এর সঙ্গে সত্যা ছবিতে একটি প্রোমোশনাল গান শ্যুট করেন আম্রপালী৷ নিয়মমাফিক ইউটিউবে দেওয়া হয়েছিল সেই গান৷ কিন্তু সেই গান যে কোটি কোটি বার দেখা হবে তা কে জানতো৷ ক্রমশই বাড়ছে ভিউয়ার্স সংখ্যা৷
প্রায় আট মাস আগে মুক্তি পেয়েছিল গানটি৷ কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই গান নিয়ে মাতামাতি যেন উত্তরোত্তর বেড়েই চলেছে৷ সূত্র মতে, আম্রপালী দুবে ভোজপুরী ইন্ডাস্ট্রিতে একমাত্র অভিনেত্রী যাঁর পাঁচটি ছবি ইউটিউবে এক কোটির বেশি বার দেখেছে দর্শকেরা৷
ভক্তদের এই ভালোবাসার জন্য তিনি ধন্যবাদও জানিয়েছেন বলে জানা যায়৷ উল্লেখ্য, ভোজপুরী ছবির জগতের জনপ্রিয় অভিনেতা খেসারি লাল যাদবের সঙ্গে সম্প্রতি দুলহন গঙ্গা পার কে ছবির জন্য একটি প্রোমোশনাল গান শ্যুট করেন আম্রপালী৷ Kolkata24x7