
ডেস্ক রিপোর্ট : : মানব পাচারচক্রে অভিযুক্ত এবার এক বিখ্যাত পর্ন তারকা৷ ১৬বছরের এক কিশোরিকে অনলাইনে বেঁচে দেওয়ার পরিকল্পনা করেন তিনি৷
এই ঘটনাটিতেই অভিযুক্ত হলেন থাইল্যান্ডের প্রাক্তন পর্ন তারকা অ্যালিসা জাইদি৷ পুলিশ এই ঘটনাটির তদন্ত শুরু করেছে৷ মঙ্গলবার ব্যাংকক থেকে গ্রেফতার করা হয় তাকে৷
পুলিশ এই ঘটনাটির তদন্তে নেমে একটি বড়সড় সেক্স ব়্যাকেটের হদিশ পেল৷ লাইন ম্যাসেজিং অ্যাপের মাধ্যমে এই পাচারচক্রের কারবার চলত৷ ওই অ্যাপটির মাধ্যমেই গোপনে কিশোরী মেয়েদের ছবি পাঠাতো অ্যালিস৷ সম্প্রতি এক পুলিশ অফিসারকে এক কিশোরির অর্ধনগ্ন ছবি পাঠাতে গিয়েই পুলিশের জালে ধরা পড়ে যায় অ্যালিসা৷
পুলিশের জেরার মুখে এই ঘটনাটির সত্যতা স্বীকার করে নেয় অ্যালিসা৷ এমনকি কাস্টমারের তালিকায় থাকে পুলিশ অফিসারও৷ ২৮হাজার টাকার বিনিময়ে ১৬বছরের একটি মেয়ের একটি চুক্তিও সে করে দেয়৷ পুলিশ সূত্রে খবর, এই ২৮হাজার টাকার মধ্যে সে নিজের কাছে রেখেছিল ১৮হাজার টাকা৷ বাকি টাকাটা ওই কিশোরি মেয়েটিকে দেওয়ার পরিকল্পনা করেছিল অ্যালিসা৷ kolkata24x7