
ডেস্ক রিপোর্ট:: মুক্তি পেয়েও যেন আইন-আদালত পিছু ছাড়ছে না সাঞ্জু বাবার। সাজার মেয়াদের আট মাস বাকি থাকতেই মুন্নাভাইকে
মুক্তি দেওয়াটা যুক্তিযুক্ত ছিল কিনা সেটা যাচাই করতে মহারাষ্ট্র রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে মুম্বাই সুপ্রিম কোর্ট।
১৯৯৩ সালের সিরিয়াল বোমা হামলার মামলায় সাজা ভোগ করা সঞ্জয় প্রায়ই পে-রোল ও সাময়িক ছুটিতে কারাগার থেকে বের হয়েছিলেন। এরপরও জেলখানায় তার ‘ভালো ব্যবহার’-এর কারণ দেখিয়ে মহারাষ্ট্র সরকার সাজার মেয়াদ কমায়। সুপ্রিম কোর্ট আপাতত সেই ‘ভালো ব্যবহার’ এর সংজ্ঞাটাই জানতে চেয়েছে রাজ্য সরকারের কাছে।
১৯৯৩ সালের বোমা হামলার ঘটনায় একটি একে-৫৬ রাইফেল রাখার দায়ে ২০০৭ সালের জুলাই থেকে ছয় বছরের জন্য কারাগারে যেতে হয়েছিল তাকে। এরপর ২০১৩ সালে ফের তাকে কারাগারে পাঠানো হয়। মাঝে ৯০ ও ৩০ দিনের জন্য পেরোলের মুক্তিও পেয়েছিলেন। অবশ্য নতুন করে এখন সুপ্রিম কোর্টের নির্দেশে সঞ্জয়ের কপালে কী জুটে তা সময়ই বলে দেবে।