
ডেস্ক রিপোর্ট:: দুর্ঘটনা যেন তারকাদের পিছুই হটছে না ইদানিং। গত বৃহস্পতিবার একটি দুর্ঘটনার শিকার হন
‘দঙ্গল’ ছবিতে গীতা ফোগাটের চরিত্রে অভিনয় করা জাইরা ওয়াসিম। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন। এবার অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স ফিরলেন মৃত্যুর মুখ থেকে। তার ব্যক্তিগত জেট প্লেনের দুটি ইঞ্জিন নষ্ট হয়ে গেলে জারি অবতরণে বাধ্য হয় বিমানটি।
গত শনিবার জেনিফার তার নিজের শহর কেনটাকির লুইসভিলে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। তবে দুর্ঘটনায় কোনো ক্ষতি হয়নি অস্কারজয়ী এই অভিনেত্রীর। এ প্রসঙ্গে জেনিফারের মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনায় কোনো ক্ষতি হয়নি অভিনেত্রীর। অক্ষত অব¯’াতেই বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন লরেন্স।
ইঞ্জিন নষ্ট হওয়ার মুহূর্তে বিমানটি মাটি থেকে ৩১ হাজার ফিট উ”চতায় উড়ছিল। প্রথম ইঞ্জিনটি নষ্ট হওয়ার পর বৈমানিকেরা প্লেনটিকে বাফেলোতে জর“রি অবতরণ ঘটায়। অবতরণের কয়েক মুহূর্ত আগে দ্বিতীয় ইঞ্জিনটিও নষ্ট হয়ে যায়। জেনিফার লরেন্সকে পরে অন্য ব্যব¯’ায় ফিরিয়ে নেয়া হয়।
এ প্রসঙ্গে জেনিফার পরে মুখ খুলেন। তিনি বলেন, কোনপ্রকার ক্ষতিগ্র¯’ না হয়ে ফিরে আসতে পেরেছি, এতেই আমি কৃতজ্ঞ।