
ডেস্ক রিপোর্ট : : গত ২৪ ফেব্রুয়ারি মারা যান বলিউডের তারকা অভিনেত্রী শ্রীদেবী।
এক সপ্তাহ কেটে গেলেও এর রেশ এখনও রয়ে গেছে। এবার জানা গেল মৃত্যুর ১৫ দিন আগে নাকি বলিউডের আরেক অভিনেত্রী রানি মুখার্জি ডেকে পাঠিয়েছিলেন শ্রীদেবী।
জি নিউজের খবর, রানি মুখার্জি অভিনীত ‘হিচকি’ ছবির ট্রেলার দেখে ভালো লেগেছিল শ্রীদেবীর। তাই তো তিনি স্পেশাল স্ক্রিনিংয়ের আগেই ফোন করেছিলেন রানিকে। জানিয়েছিলেন, ‘হিচকি’-র ট্রেলার দেখে তিনি 'এক্সসাইটেড'। তাই শিগগির সিনেমাও দেখতে চান।
সেই রেশ কাটতে না কাটতেই আচমকা যেন সব পালটে গেল। দুবাইতে ভাগ্নে মোহিত মারওয়ার বিয়ের অনুষ্ঠানে গিয়ে দেশে ফিরল শ্রীদেবীর নিথর দেহ। আর ওই ঘটনার স্মৃতিচারণা করতে গিয়ে চোখ ছলছল করে উঠছে রানিরও।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন