সদ্য সংবাদ

 অটো মালিক- শ্রমিক সমিতির চেক বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  উত্তরাঞ্চলের মাটিতে বাড়ছে অম্লত্ব, কমছে ফলন  চাকরি স্থায়ীকরণের দাবিতে নেসকো মিটার রিডারদের অনির্দিষ্টকালের কর্মবিরতি  রুয়েটে সিটিজেন চার্টার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  ঈশ্বরদী রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত  মল্লিকের চর শিক্ষা কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ।  কচিকন্ঠের আসরের প্রতিনিধি সন্মেলন অনুষ্ঠিত।  গুজব মোকাবেলায় গণমাধ্যমকর্মীদের নিয়ে রাজশাহীতে সিজিএস’র কর্মশালা  রাজশাহী সাংবাদিক সংস্থার যাত্রা শুরু  শামীম ওসমান ১০ বছরেও শোধ করেনি বন্ধুর ২৬ লাখ টাকা।  মল্লিকের চর শিক্ষা কল্যান ট্রাস্টের শিক্ষা বৃত্তির ফলাফল প্রকাশিত।  মল্লিকের চর শিক্ষা কল্যান ট্রাস্টের উদ্যোগে,মেধা শিক্ষা বৃত্তি প্রদান  রুয়েটে প্রথমবারের মতো ‘ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন মিট’ অনুষ্ঠিত  ফল মার্কেটের দাবি রাজশাহীর ফল ব্যবসায়ীদের  নারায়ণগঞ্জকে মাদকমুক্ত করার অঙ্গীকার করলেন শামীম ওসমান  সংসদে কপিরাইট বিল পাস   কাস্টমসের ২৭০ কর্মকর্তাকে একযোগে বদলি  ভিয়েতনামে পৌঁছে ভারতের উদ্দেশে যা বললেন বাইডেন  নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ইয়াবসহ যুবক আটক   সাঘাটায় কাঠ পুড়িয়ে চলছে কয়লা তৈরি

রাজশাহীতে আবারও বেড়েছে সংক্রমণ, শনাক্ত ৩২৫

 Sun, Jun 27, 2021 6:19 PM
রাজশাহীতে আবারও বেড়েছে সংক্রমণ, শনাক্ত ৩২৫

রাজশাহী প্রতিনিধিঃ: রাজশাহীতে ফের বেড়েছে করোনা সংক্রমণ।

 কয়েকদিন স্থিতিশীল অবস্থা বিরাজ করলেও হঠাৎ করেই বাড়ছে করোনার সংক্রমণ। রাজশাহী জেলায় একদিনে সংক্রমিত হয়েছে  ৩২৫ জন। 


জনস্বাস্থ্যবিদ ও স্বাস্থ্য বিশেষঞ্জদের মতে, জনগণের অসচেতনতার কারণেই মূলত সামাজিক সংক্রমণের মাধ্যমে ছড়াচ্ছে করোনার সংক্রমণ।


রবিবার (২৭ জুন) সকালে নিশ্চিত করেছেন রাজশাহী সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার। তিনি বলেন, রাজশাহী জেলায় শনিবার (২৬ জুন) সকাল ৯টা থেকে রবিবার (২৭ জুন) সকাল ৯টা পর্যন্ত রাজশাহীতে মোট নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৬০৬ জনের। এর মধ্যে ৩২৫ জন করোনা পজিটিভ হয়েছেন। এতে জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের হার ২০ দশমিক ২৪ শতাংশ।


রাজশাহী সিভিল সার্জন সূত্রে জানা গেছে, জেলায় আরটিপিসিআর মেশিনে ৩৯২ জনের নমুনা পরীক্ষায় হয়েছে, এতে শনাক্ত হয়েছেন ১২৯ জন। অন্যদিকে, রাজশাহীর ৯ উপজেলায় মোট ২৮৯ জনের র‌্যাপিড অ্যান্টেজেন টেস্টে করা হয়। এতে শনাক্ত হন ৬৯ জন। এছাড়া রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) থেকে ৯২৫ জনের র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে ১৪২ জন শনাক্ত হয়েছেন। তবে গত ২৪ ঘন্টায় কোনো প্রকার জিন এক্সপার্ট টেস্ট করা হয়নি।


এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা বিষয়ে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৪৯ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। অন্যদিকে, মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৩৭৩ জনের নমুনা পরীক্ষায় ৮৫ জন করোনা পজিটিভ রিপোর্ট আসে। দুই ল্যাবের টেস্টে মোট ৫৬১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৩৪ জনের করোনা পজিটিভ রেজাল্ট আসে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ০৮ শতাংশ।


তিনি আরও জানান, গত ২৪ জুন করোনা ইউনিটে রোগী ভর্তি ছিল ৪০৪, ২৫ জুনে ৪২৩ জন, ২৬ জুনে ৪৩১ জন এবং আজ রবিবার পর্যন্ত তা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে ৪৩৪ জন। গত মে থেকে জুন পর্যন্ত রেকর্ড পরিমাণ রোগী ভর্তি হচ্ছে রামেকের করোনা ইউনিটে । সেই সাথে থেমে নেই মৃত্যু হারও, যা চরম উদ্বেগজনক একটি।


এবিষয়ে রাজশাহী সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার বলছেন, রাজশাহী জেলার করোনা পরিস্থিত দিন দিন খুবই ভয়াবহ দিকে ধাবিত হচ্ছে। জনগণ যদি স্বাস্থ্যবিধি না মানেন তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তবে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন কিছুটা হলেও কাজে দেবে বলে ধারণা করছেন রাজশাহী সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার।

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

আরও দেখুন