
বিনোদন ডেস্ক :: সালমান খানের পঞ্চাশতম জন্মদিনের সময় জল্পনা-কল্পনা ছিল রোমানিয়া টিভি
উপস্থাপক লুলিয়ার সঙ্গে বিয়ের ঘোষণা আসবে। কিন্তু সেটি খবরের শিরোনাম ও আলোচনার মধ্যেই রয়ে গেছে। তবে এখন সালমানের প্রেমজীবনে আলোচনার বিষয় হলেন লাস্যময়ী ক্যাটরিনা কাইফ। তবে সুন্দরী রোমানিয়ান মডেল লুলিয়াকে নিয়ে যেসব কথাবার্তা ছড়াচ্ছে, তা কিন্তু ক্যাট-সাল্লুর সম্পর্কে নয়া মোড় এনে দিতে পারে। এমনিতেই ক্যাটরিনার বিষয়ে আসলে দাবাং খানের মনে কি রয়েছে তা এখনও কেউ বলতে পারে না। আবার লুলিয়া কি এই জুটির মেলামেশা মেনে নিতে পারছেন? নয়া খবরটি হলো, সালমান আর ক্যাটের যে ঘনিষ্ঠতা তাতে লুলিয়ার কিছু যায় আসে না।
সম্প্রতি এসব বিষয় নিয়ে লুলিয়ার মুখোমুখি হয়েছিলেন সাংবাদিকরা। সেখানে লুলিয়ার কোনো আবেগ দেখা যায়নি ক্যাট আর সালমানের সম্পর্ক নিয়ে। বরং ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে ক্যাটের পারফরমেন্সের ব্যাপক প্রশংসা করলেন। ক্যাটরিনার অভিনয় ছিল অসাধারণ। মিডিয়া আসলে অনেক কিছুই লিখবে। এটা নিয়ে আমি বেশি কিছু করতে পারি না। এ বিষয়ে আমার প্রতিক্রিয়া দেখানোরও কিছু নেই।