
বিনোদন ডেস্ক :: ভূপৃষ্ঠ থেকে ৩০০০০ ফিট উপরে বিমানে উড়ছিলেন টুইংকেল খান্না। তখনই ঘটল অপ্রত্যাশিত ঘটনা।
পাশের যাত্রী মোজা খুলতেই প্রচণ্ড দুর্গন্ধে অসুস্থ বোধ করা শুরু করলেন টুইংকেল।
টুইংকেল এই বিষয়ে একটি টুইট করেছেন টুইটারে। তিনি লিখেছেন, ‘সব চাইতে ভদ্রভাবে সহযাত্রীকে কীভাবে বলা যায় যে তার মোজার থেকে যেই ব্যাঙ–পচা দুর্গন্ধ আসছে, সেটা অনায়াসেই যে কোনো দেশকে ধ্বংস করে দেয়ার যোগ্য রাসায়নিক অস্ত্রের মতো? অসুস্থ বোধ করছিলাম।’
তিনি আরও জানান, ওই যাত্রী যখন ঘুমিয়ে পড়েন তখন টুইংকেল বিষয়টি বিমানবালাকে জানান। বিমানবালা একটু পরে ঘুমন্ত সেই যাত্রীর পায়ে পারফিউম স্প্রে করে দিয়ে চলে যান। বাকি সময়টা আমার সেই দুর্গন্ধ মোকাবেলা করতে হয়েছে। মিড-ডে।