
বিনোদন প্রতিবেদক : : দেশের সবচেয়ে পুরাতন ও ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক
সমিতি (বাচসাস)। ১৯৬৮ সালের ৫ এপ্রিল চলচ্চিত্র সাংবাদিকদের এক সভায় গঠিত হয় পাকিস্তান চলচ্চিত্র সাংবাদিক সমিতি সংক্ষেপে- পিসিজেএ। সে সময় ওবায়েদ-উল-হক সভাপতি এবং এসএম পারভেজ, আজিজ মিসির, ফজল শাহাবুদ্দিন ও আলমগীর কবিরকে সদস্য করে পাঁচ সদস্যের এডহক কমিটি গঠন করা হয়। ১৯ জন সদস্যকে প্রতিষ্ঠাতা সদস্যের মর্যাদা দেয়া হয়। স্বাধীনতার পর ১৯৭৩ সালের শেষ দিকে এই সমিতির নামকরণ হয় ‘বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি’ সংক্ষেপে বাচসাস। আজ ৫ এপ্রিল বাচসাস ৫০ বছরে পদার্পণ করেছে।
এ উপলক্ষে বাচসাস সভাপতি আবদুর রহমান ও সাধারণ সম্পাদক ইকবাল করিম নিশান বাচসাসের সকল সদস্যসহ চলচ্চিত্রের সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে আজ সকালে বাচসাস নেতৃবৃন্দ ৫০ বছর পূর্তির শুভেচ্ছা বিনিময় করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বিএফডিসির এমডি, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি, শিল্পী সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতা কর্মীদের সঙ্গে। এ সময় এফডিসি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমির হোসেন বলেন, ‘বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি বাচসাসের ৫০ বছর পূর্তি উপলক্ষে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সমিতির সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এ সংগঠনের অগ্রযাত্রার ৫০ বছর পূর্ণ হলো। আগামীতে সুন্দরভাবে এই সংগঠনটি এগিয়ে যাবে এই শুভ কামনা করি। চলচ্চিত্র একটি বিশাল মাধ্যম পাশাপাশি চলচ্চিত্র সাংবাদিকতাও বিশাল একটি মাধ্যম। চলচ্চিত্র উন্নয়নে এই সংগঠনটি সয়াক ভূমিকা পালন করবে।’ এ সময় তিনি নবপ্রকল্পে বাচসাস মিডিয়া সেন্টার স্হাপনের প্রতিশ্রুতি দেন।
চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি ৫০ বছর পূর্ণ করেছে। অর্থাৎ সুর্বণ জয়ন্তী। এ উপলক্ষে আমি একজন সদস্য হিসেবে এবং বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি হিসেবে এই সংগঠনের সকল সদস্য শুভাকাঙ্খিদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাচসাস একটি ঐতিহ্যবাহী সংগঠন। এর সঙ্গে জড়িত ছিলো আমাদের দেশের অনেক বিখ্যাত পরিচালক, প্রযোজক। এরা এক সময় সাংবাদিক পেশায় ছিলেন। এ সংগঠনের যারা এখন প্রয়াত তাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। আর এখন যারা বাচসাস পরিচালনা করছেন তাদের সাফল্য কামনা করছি। সেই সাথে কামনা করছি বাচসাস সগৌরবে এগিয়ে যাবে। আমাদের চলচ্চিত্রের স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছি।বাচসাস নেতৃত্বে যারা আছেন সেইসব বন্ধুদের শুভেচ্ছা ও সাফল্য কামনা করছি।’
বাচসাস সাধারণ সম্পাদক ইকবাল করিম নিশান বলেন, ‘বাচসাস’র ৫০ বছর পূর্তিতে সবাইকে শুভেচ্ছা। এমন দিনে স্মরণ করছি তাদের যারা ১৯৬৮ সালে এই সংগঠনের বীজ বুনেছিলেন। আর সেই থেকে বাচসাস আমাদের। চলতি মাসের শেষে হবে সুবর্ণ জয়ন্তী উৎসব। অপেক্ষা মহামান্য রাষ্ট্রপতির জন্য। তার সিডিউল পেলেই তারিখ ঘোষণা করব আমরা। দেখা হবে সেই উৎসবে।’
বাচসাসের সাংগঠনিক সম্পাদক সৈকত সালাহউদ্দিন বলেন, ‘দ্রুততম সময়ের মধ্যে ৫০ বছর পূর্তির বর্ণাঢ্য আয়োজন করবে বাচসাস।’