
ডেস্ক রিপোর্ট : : কয়েক সপ্তাহ পরেই বিগ বস ১১-র গ্র্যান্ড ফিনালে। এই সিজনের 'বিগ বস' হবেন কে, তা নিয়ে উত্সুক দর্শকরা।
তবে সে সব ছাপিয়ে গিয়েছে বিগ বসের সেটে সলমন খান ও রানি মুখোপাধ্যায়ের খুনসুটি।
আদিরার জন্মের পর কামব্যাক করছেন রানি মুখোপাধ্যায়। নিজের ছবি হিচকির প্রোমোশনেই বিগ বসে গিয়েছেন রানি।
পিঙ্ক ভিলা সূত্রে খবর, রানি মুখোপাধ্যায়ের সঙ্গে সালমনের দারুণ বন্ধুত্ব। আর সেই বন্ধুত্বের রসায়নই দেখে গিয়েছে বিগ বসের সেটে। সল্লুভাইয়ে 'লেগপুল' করেছেন বাঙালি সুন্দরী।
শোয়ে সলমনের 'দুর্বল জায়গা'য় আঘাত করেন আদিত্য চোপড়ার ঘরণী। 'টাইগারে'র বিয়ে নিয়ে প্রশ্ন তোলেন। সেই প্রশ্ন শুনেই হিচকি খেয়েছেন সালমান খান।
এরপরই রানি প্রস্তাব দেন, সালমানের এবার বিয়ে না করে সরাসরি বাবা হওয়া উচিত। খেলার সঙ্গী পাবে আদিরা। সলমনের সন্তানও যেন তার মতোই সুন্দর দেখতে হয়।
এরপরই হাসির রোল পড়ে যায় চারদিকে। সূত্র: মিড-ডে