
ডেস্ক রিপোর্ট : : বাণিজ্যিক প্রয়োজনে ছবিতে নায়িকাদের কিছুটা খোলামেলা হতে হয়। অনেক সময় গল্পের চাহিদা অনুযায়ী।
অবশ্য এসব ক্ষেত্রে সেন্সর বোর্ডও বেশ উদার। তবে সমুদ্র সৈকতে খোলামেলা ভাবে ঢাকাই কোন নায়িকার বিচরণ তা যেন চমকে দেয়ার মত।
বলছি বর্তমান সময়ের লাস্যময়ী অভিনেত্রী রাতশ্রী দত্তের কথা। ওপার বাংলার এই নায়িকার প্রথম চলচিত্র বাংলাদেশে। ঢাকাই সিনেমাই অভিষেক হওয়া এ নায়িকাকে বোল্ড লুকে দেখা গেছে সিঙ্গাপুরের সমুদ্র সৈকতে। রাতশ্রী নিজেই তার উষ্ণ দৃষ্টিভঙ্গির এই ছবিটি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর তাতেই নেটিজেনদের নজর কেড়েছে। কারণ এতোটা খোলামেলা ভাবে তাকে দেখা যাবে এটা ভাবেননি তার ভক্তরা।
মিজানুর রহমান লাবু পরিচালিত ‘তুখোড়’ চলচিত্রের মাধ্যমে ঢাকাই সিনেমাই অভিষেক হয় এ নায়িকার। তার বিপরীতে আছেন নায়ক হিসেবে তরুণ অভিনেতা শিবলি নোমান। যদিও বাণিজ্যিক ভাবে ছবিটি ব্যবসা সফল হয়নি। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত হয়।