সদ্য সংবাদ

 রাসিক কাউন্সিলর আরমানের বিরুদ্ধে টিসিবির পণ্য সরবরাহে অনিয়মের অভিযোগ  বেইলি রোডের অগ্নিকাণ্ড  অটো মালিক- শ্রমিক সমিতির চেক বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  উত্তরাঞ্চলের মাটিতে বাড়ছে অম্লত্ব, কমছে ফলন  চাকরি স্থায়ীকরণের দাবিতে নেসকো মিটার রিডারদের অনির্দিষ্টকালের কর্মবিরতি  রুয়েটে সিটিজেন চার্টার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  ঈশ্বরদী রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত  মল্লিকের চর শিক্ষা কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ।  কচিকন্ঠের আসরের প্রতিনিধি সন্মেলন অনুষ্ঠিত।  গুজব মোকাবেলায় গণমাধ্যমকর্মীদের নিয়ে রাজশাহীতে সিজিএস’র কর্মশালা  রাজশাহী সাংবাদিক সংস্থার যাত্রা শুরু  শামীম ওসমান ১০ বছরেও শোধ করেনি বন্ধুর ২৬ লাখ টাকা।  মল্লিকের চর শিক্ষা কল্যান ট্রাস্টের শিক্ষা বৃত্তির ফলাফল প্রকাশিত।  মল্লিকের চর শিক্ষা কল্যান ট্রাস্টের উদ্যোগে,মেধা শিক্ষা বৃত্তি প্রদান  রুয়েটে প্রথমবারের মতো ‘ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন মিট’ অনুষ্ঠিত  ফল মার্কেটের দাবি রাজশাহীর ফল ব্যবসায়ীদের  নারায়ণগঞ্জকে মাদকমুক্ত করার অঙ্গীকার করলেন শামীম ওসমান  সংসদে কপিরাইট বিল পাস   কাস্টমসের ২৭০ কর্মকর্তাকে একযোগে বদলি  ভিয়েতনামে পৌঁছে ভারতের উদ্দেশে যা বললেন বাইডেন

সিদ্ধিরগঞ্জে দর্শকদের মুগ্ধ করেছে আজিজ সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী

 Tue, Mar 28, 2017 9:42 AM
সিদ্ধিরগঞ্জে দর্শকদের মুগ্ধ করেছে আজিজ সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ॥: স্বাধীনতা দিবসে সিদ্ধিরগঞ্জে দর্শকদের মুগ্ধ করেছে সাংস্কৃতিক সংগঠন আল-আজিজ শিল্পী গোষ্ঠী।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগর সভাপতি এনামুল হক মূসা। সিদ্ধিরগঞ্জের আজিবপুর রেল লাইন এলাকায় গতকাল রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতিটি গানসহ সাংস্কৃতিক কর্মকান্ড মনমুগ্ধকর ভাবে দর্শকরা উপভোগ করেছে।
বাংলাদেশ খেলাফত মজলিশের সাংস্তৃকিত সংগঠন আল-আজিজ শিল্পী গোষ্ঠীর প্রধান পরিচালক হাবিবুর রহমান হিমেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলার সভাপতি হুসাইন আহাম্মদ। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগরের সভাপতি এনামল হক মুসা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- শিমরাইল নেছারিয়া ছালেহিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল ফরিদ উদ্দিন, নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এমদাদুল্লাহ, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহীম সাঈদ। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন আসুদ্জ্জুামান, হাফেজ কারী মোহাম্মাদুল্লাহ, আবু সা’য়াদ, হাফেজ কারী আল-আমিন ও হাফেজ কারী মিজানুর রহমান। দশর্কদের মুগ্ধ করেন আবরার শিল্পী গোষ্ঠীর নির্বাহী পরিচালক, সমর্পণ শিল্পগোষ্ঠীর নির্বাহী পরিচালক ওবায়দুল্লাহ সায়েম, সহকারী পরিচালক দেলওয়ার বিন রফিক, কলকণ্ঠ শিল্পীগোষ্ঠী রফিকুল ইসলাম, গুঞ্জরন শিল্পীগোষ্ঠীর পরিচালক আব্দুর রহমান আল কাফি ও সুরের তাল শিল্পী গোষ্ঠীর পরিচালক সাইদুর রহমান। এছাড়াও আল আজিজ শিল্পীগোষ্ঠীর পরিচালক ইব্রাহিম, আল আজিজ শিল্পীগোষ্ঠীর সহকারী ওমর ফারুকগ গাজী, আ: কাদির ও আ: করিমসহ মহিবুল্লাহ, বনি ইয়ামিন, আ: কাইয়ুম, হাফেজ বেলাল হুসাইন, হাফেজ ওমর ফারুক, আব্বাস বিন জাহিদ, জানব মনির হুসেন ও মো: তাইবের সুরে দর্শকরা মুগ্ধ হয়েছেন। এসময় দর্শকের নজর কেরছে শিশু শিল্পী নাঈম হুসাইন ও রাকিবুর রহমান। অনুষ্ঠানে ধারা বর্ণনায় ছিলেন এস এম দ্বীন ইসলাম এবং অভ্যর্থনায় ছিলেন নাছির, ডা: সিরাজ, সুজন, আল হেলাল ও কামাল। দীর্ঘদিন পর এ ধরনের অনুষ্ঠান দেখতে পেরে এলাকাবাসী আজিজ শিল্পী গোষ্ঠিকে ধন্যবাদ জানিয়ে এধরণের অনুষ্ঠান আরও বেশি বেশি করার আহবান জানিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

আরও দেখুন