
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ: সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জের দশটি ওয়ার্টের মধ্যে
কাউন্সিলর পদে তিনটিতে পরিবর্তন হয়েছে। বহাল রয়েছেন সাতজন। বিজয়ীদের মধ্যে সাধারণ কাউন্সিলর পদে ছয়জন আওয়ামীলীগ ও চারজন বিএনপি পন্থি। সংরক্ষিত আসনে একজন আওয়ামীলীগ ও দুইজন বিএনপি পন্থি। নতুন তিন মুখ এসেছেন এক, চার ও সাত নম্বর ওয়ার্ডে।
বেসরকারি ভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী একনম্বর ওয়ার্ডে বিজয়ী হয়েছেন আনোয়ার ইসলাম (ঠেলাগাড়ি), দুই নম্বরে ইকবাল হোসেন (লাটিম), তিন নম্বরে শাহজালাল বাদল (টেলাগাড়ি), চার নম্বরে নূর উদ্দিন ( ঠেলাগাড়ি), পাঁচ নম্বরে গোলাম মোহাম্মদ সাদরিল ( ব্যাডমিন্টন র্যাকেট), ছয় নম্বরে মতিউর রহমান মতি ( ঠেলাগাড়ি), সাত নম্বরে মিজানুর রহমান রিপন ( রেডিও), আট নম্বরে রহুল আমিন মোল্লা (করাত), নয় নম্বরে ইস্রফিল প্রধান (করাত) ও দশ নম্বর ওয়ার্ডে ইফতেখার আলম খোকন ( ব্যাডমিন্টন র্যাকেট)।
সংরক্ষিত তিনটি নারী আসনের মধ্যে কোন পরিবর্তন হয়নি। এক নম্বরে মাখসুদা মোঝাফ্ফর (গ্লাস), দুই নম্বরে মনোয়ারা বেগম (মোবাইল ফোন) ও তিন নম্বরে আওয়শা আক্তার দিনা (চশমা)।
বিজয়ীদের মধ্যে সাধারণ কাউন্সিলর পদে বিএনপি পন্থি চার জন। তারা হলেন, ইকবাল হোসেন, নূর উদ্দিন মিয়া, গোলাম মোহাম্মদ সাদরিল ও ইস্রফিল প্রধান। সংরক্ষিত তিনটির মধ্যে দুইটিতে বিএনপি পন্থি। তারা হলেন মাকসুদা মোজাফ্ফর ও আয়শা আক্তার দিনা।
কোন ধরণের অপ্রিতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ও উৎসব মূখর পরিবেশে রোববার সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল চারটা পর্যন্ত।