সদ্য সংবাদ

 শামীম ওসমান ১০ বছরেও শোধ করেনি বন্ধুর ২৬ লাখ টাকা।  মল্লিকের চর শিক্ষা কল্যান ট্রাস্টের শিক্ষা বৃত্তির ফলাফল প্রকাশিত।  মল্লিকের চর শিক্ষা কল্যান ট্রাস্টের উদ্যোগে,মেধা শিক্ষা বৃত্তি প্রদান  রুয়েটে প্রথমবারের মতো ‘ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন মিট’ অনুষ্ঠিত  ফল মার্কেটের দাবি রাজশাহীর ফল ব্যবসায়ীদের  নারায়ণগঞ্জকে মাদকমুক্ত করার অঙ্গীকার করলেন শামীম ওসমান  সংসদে কপিরাইট বিল পাস   কাস্টমসের ২৭০ কর্মকর্তাকে একযোগে বদলি  ভিয়েতনামে পৌঁছে ভারতের উদ্দেশে যা বললেন বাইডেন  নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ইয়াবসহ যুবক আটক   সাঘাটায় কাঠ পুড়িয়ে চলছে কয়লা তৈরি  রেজিস্ট্রার অফিসে দুর্নীতির অভিযোগ   ফতুল্লায় খুনের রহস্য উদঘাটন করেছে পিবিআই   ‘শিগগিরই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে’   বাংলাদেশের কাছে ৫০০০ টন ইলিশ চায় ভারত  সাংবাদিকদের শাস্তি দেওয়ার আইনি ক্ষমতা চায় প্রেস কাউন্সিল  আমার ৫ আসনের এমপি নমিনেশন চাওয়া উচিত - মেয়র আইভী  সবার জন্য সমৃদ্ধ ভবিষ্যত নিশ্চিত করতে বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান   দেশের মানুষ সরকারকে ‘না’ জানিয়ে দিয়েছে: মির্জা ফখরুল   বিএনপিকে নারায়ণগঞ্জ ছাড়া করবো: শামীম ওসমান

সীতাকুণ্ডে আহত- নিহতদের জন্য জাতীয় সাংবাদিক সংস্থা’র দোয়া মাহফিল

 Fri, Jun 10, 2022 2:37 PM
সীতাকুণ্ডে আহত- নিহতদের জন্য   জাতীয় সাংবাদিক সংস্থা’র দোয়া মাহফিল

সংবাদ বিজ্ঞপ্তি: : জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের আয়োজনে

ট্টগ্রামের সীতাকুণ্ডের কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে নিহতদের রুহের মাগফিরাত কামনায় ও আহতদের আশু আরোগ্য কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বাদ মাগরিব শিরোইল বাসটার্মিনাল রোড দোশর মন্ডলের মোড় এ জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগ এর কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় রাজশাহীর বিভিন্ন জেলা থেকে দোয়া মাহফিলে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন সংগঠনের নেতাকর্মীরা। তারাও সীতাকুণ্ডের কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে নিহতদের মাগফিরাত কামনায় ও আহতদের আশু আরোগ্য কামনা করেন। 

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের সভাপতি মো: নুরে ইসলাম মিলন। জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের প্রচার সম্পাদক আসগর আলী সাগর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মডেল প্রেসক্লাবের সভাপতি রফিকুর রহমান লালু,সাধারণ সম্পাদক ইমদাদুল হক,সত্যের জয় সামাজিক সংগঠনের সভাপতি মো: সালাউদ্দীন খান সোহাগ,রাজশাহী বিক্রয় প্রতিনিধি এ্যাসোসিসন কর্মচারী সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি নাজমুল ইসলাম, রাজশাহী বৃক্ষ সংগঠন এর সহ-সভাপতি আব্দুর রশিদ,সহ-সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ও জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের সাংগাঠনিক সম্পাদক আমিরুল হোসেন সান্ত। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আহম্মেদ রেজা খাঁন।

সীতাকুণ্ডের বিএম কনটেইনারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি মো: নুরে ইসলাম মিলন বলেন, এ অগ্নিকাণ্ডের ঘটনা ষড়যন্ত্রমূলক কি না তা খতিয়ে দেখতে হবে। কারণ অগ্নিকাণ্ডের পর ডিপো কর্তৃপক্ষের কারা ফায়ার সার্ভিসের কাছে কেমিক্যালের তথ্য গোপন করেছে? কেন বাংলাদেশের বড় বাণিজ্যিক শহর সংলগ্ন বিএম ডিপোতে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না? কেন  ঘন্টায়ও আগুন নিভানো গেল না? সর্বশেষে তিনি প্রধান বিএম ডিপোতে নিহত ও আহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতি পূরণ দেয়ার দাবি জানান।

শোকবার্তায় সংগঠনের বিশেষ অতিথি রাজশাহী মডেল প্রেসক্লাবের সভাপতি রফিকুর রহমান লালু বলেন, সীতাকুণ্ডে ভয়াবহ বিস্ফোরণে যারা আহত হয়েছেন তারা কঠিন যন্ত্রণা ভোগ করছেন। সবাইকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে হবে। যেসব ব্যবসায়ীর পণ্য ও পরিবহন ধ্বংস হয়েছে তাদের ক্ষতি কাটিয়ে উঠতে সহযোগিতা করতে হবে। আহত সবার বিনামূল্যে উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে।

দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাকি সংস্থার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু,দপ্তর সম্পাদক এহেসান হাবীব তারা, আমাদের রাজশাহী পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার সাংবাদিক হুমায়ন কবির, রাজশাহী মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি মো: বাবর আলী মোল্লা,এশিয়ান টিভির রবিউল আলম শান্ত, শোহাগ আলী, জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহি সদস্য সোহেল রানা,নাঈম হোসেন,সুরুজ আলী,বাবু,সারোয়ার সবুজ,মারুফ আহম্মেদ। 

এ ছাড়াও দোয়া মাহফিলে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের সহ-সভাপতি (ঢাকা থেকে) মাসুদ রানা,সহ-সাধারণ সম্পাদক (চাপাইনবাবগঞ্জ থেকে) ফায়সাল আজম অপু, সহ-সাধারণ সম্পাদক (ইশ^রদী পাবনা থেকে) পায়েল হোসেন রিন্টু,সহ-প্রচার সম্পাদক (নাটোর থেকে) আলাউদ্দিন জালাল,সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা (ইশ^রদী পাবনা থেকে) সুমাইয়া সুলতানা হ্যাপি,সহ দপ্তর সম্পাদক (নাটোর থেকে) শেখ তোফাজ্জল হুসাইন, নির্বাহী সদস্য (নওগাঁ মান্দা থেকে)  মাহবুব জামান সেতু প্রমুখ।T

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

আরও দেখুন