
বিনোদন ডেস্ক :: অভিনেত্রী পাওলি দামের বিয়ে হয়েছে। কিন্তু নব দম্পতির মধুচন্দ্রিমা যাপন এখনও শেষ হয় নি।
বিয়ের পর স্বামী অর্জুন দেবের সঙ্গে প্রথম দফায় দুবাইয়ে মধুচন্দ্রিমায় গিয়েছিলেন এ অভিনেত্রী। দুবাইয়ে মধুচন্দ্রিমা পর্ব শেষে পাওলি রয়েছেন সুইজারল্যান্ডে। গত কয়েকদিন ধরে সুইজারল্যান্ডের বিভিন্ন প্রান্তের বহু মনোরম ছবি নিয়মিত সোস্যাল মিডিয়ায় দিয়েছেন এ অভিনেত্রী। সুইজারল্যান্ডের বরফে ঢাকা উপত্যাকায় দাঁড়িয়েও সেলফি তুলতে ভোলেননি তিনি।
তবে আকস্মিকভাবেই আল্পস পর্বতের নিকটবর্তী জারম্যাটে অন্যান্য পর্যটকদের সঙ্গে তুষারঝড়ে আটকে পড়েছিলেন পাওলি ও তার স্বামী। জনপ্রিয় পর্যটনস্থল ম্যাটারহোর্নের একটি রিসোর্টে ছিলেন তারা। সেখানে প্রচুর তুষারপাত হওয়ায় তুষার ধসের আশঙ্কা দেখা দেয়। গত বুধবারের এ ঘটনায় অন্যান্য পর্যটকদের সঙ্গে তাদেরও হেলিকপ্টারের সাহায্য এয়ার লিফট করে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। সুইজারল্যান্ডে গত কয়েকদিন ধরে শুরু হয়েছে প্রবল তুষারপাত। সেই সঙ্গে তুষার ঝড়ও। ফলে রেল ও সড়ক যোগাযোগ বন্ধ। বহু পর্যটক আটকা পড়েছেন রিসোর্টগুলিতে