
বিনোদন ডেস্ক: সেরা অভিনেত্রী হিসেবে ভারতের ‘জি সিনে অ্যাওয়ার্ডস’ পেয়েছেন জয়া আহসান।
‘বিসর্জন’ ছবিতে অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিনি এ অ্যাওয়ার্ড লাভ করেন। আর এ ছবিটি পেয়েছে সেরা চলচ্চিত্রের পুরস্কার।
মঙ্গলবার সন্ধ্যায় মুম্বাইয়ে বিকে গ্রাউন্ডসে বাংলাদেশের জনপ্রিয় এ অভিনেত্রীর হাতে পুরস্কার তুলে দেন তামিল নির্মাতা অশ্বিনী তিওয়ারি। এদিকে কলকাতার ২০১৭ সালের ‘সেরা ১০ টালিউড অভিনেত্রী’র তালিকায় শীর্ষে আছেন জয়া আহসান। এ বছর তার অভিনীত ‘বিসর্জন’ ছবিটি পেয়েছে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
সম্প্রতি ভারতের এক জনপ্রিয় অনলাইনের জরিপেও প্রথম অবস্থানেই রয়েছেন জয়া আহসান।