
ডেস্ক রিপোর্ট : : জমকালো আয়োজনে দিল্লির ব্যাবসায়ী আনন্দ আহুজার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন বলিউড তারকা সোনম কাপুর।
গত ৮ মে'র ওই অনুষ্ঠানে শীর্ষ সারির প্রায় সব তারকা উপিস্থত থাকলেও দেখো মেলেনি বলিউডের আরেক ‘বিউটি’কুইন দীপিকা পাডুকোনের।
কি কারণে দীপিকা বিয়েতে ছিলেন না, তা নিয়ে আলোচনাও কম হয়নি। অনেক খবরই চাউর হয়েছে এরই মধ্যে। তবে মুখ খোলেননি এই অভিনেত্রী। এবার বললেন সেই রহস্য।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, সম্প্রতি মুম্বাইয়ের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন দীপিকা। এ অনুষ্ঠানে হাজির ছিলেন সোনমের বাবা অনিল কাপুরও।
সেই অনুষ্ঠানে অনিলের সঙ্গে দীপিকার কথোপকথনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা গেছে, সোনমের বিয়েতে না থাকার জন্য তার বাবার কাছে দুঃখ প্রকাশ করেছেন দীপিকা।
অনিল বলেন, ‘আমি তোমাকে মিস করেছি।’এর উত্তরে দীপিকা বলেছেন, ‘আমি জানি। দুঃখিত। ওই সময়টা আমি কানে ছিলাম।'
একাধিক সংবাদ মাধ্যমে অবশ্য বলা হচ্ছে, সোনমের বিয়ের অনুষ্ঠানের সময় ঠিক কানে নয় যুক্তরাষ্ট্রের অন্য একটি অনুষ্ঠানে ছিলেন দীপিকা। এর কিছু সময় পরই কানে যোগ দেন তিনি।