সদ্য সংবাদ

 আ.লীগ সভানেত্রীর কাছে রাজাকার পুত্র ডাবলুকে বহিষ্কারে আবেদন  আ.লীগ নেতার আপত্তিকর ভিডিও নিয়ে রাজশাহীজুড়ে চাঞ্চল্য  ডাকাতি শেষে দেখে ফেলায় নানীকে হত্যা  নারায়ণগঞ্জ ডিবির ক্যাশিয়ার আনোয়ার আতঙ্কে ব্যবসায়ীরা!   ১৮ বছর বিমানবন্দরে বসবাসকারী সেই ইরানির মৃত্যু   ইরানের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী পুতিন   কোনো বাধা বিএনপিকে ঠেকাতে পারবে না : রিজভী  পাকিস্তানকে হারিয়ে বিশ্বসেরার মুকুট ইংল্যান্ডের   ঢাকাতেই হবে হজযাত্রীদের ইমিগ্রেশন ও তল্লাশি- স্বরাষ্ট্রমন্ত্রী   দুর্ভিক্ষ আসছে আতঙ্কে মানুষ  সাত পাকে বাঁধা পড়লেন 'আশিকি টু' ছবির সুরকার- গায়িকা  ডেঙ্গু: আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৭৫   ১০০ সেতু চালু হওয়ায় দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে: প্রধানমন্ত্রী   অধিকার আদায় না করে ঘরে ফিরে যাব না: ফখরুল  ড্রোন নিয়ে মিথ্যা বলছে ইরান: জেলেনস্কি   ৩০তম বিসিএসের সেই পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত   ১০ ডিসেম্বরের সমাবেশে আমরাও থাকব: মান্না  কোনো সিমই বিক্রি করতে পারবে না গ্রামীণফোন   সাংবাদিকদের আয়কর মালিকপক্ষই দেবে: হাইকোর্ট   বিয়েতে দেনমোহর ১০১টি বই

স্টেজ শো নিয়ে ব্যস্ত পপ তারকা মিলা

 Sat, Mar 11, 2017 1:13 PM
স্টেজ শো নিয়ে ব্যস্ত পপ তারকা মিলা

এশিয়া খবর ডেস্ক :: বর্তমানে স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় পপ তারকা মিলা ইসলাম। সর্বশেষ স্ক্যান সিমেন্ট-এর আয়োজনে বড়মাপের একটি কনসার্টে অংশ নিয়েছেন তিনি।

 সারা বছর স্টেজ শো করলেও গত কয়েক মাসে মিলার এ ব্যস্ততাটা একটু বেশি। কারণ, শীতের মৌসুম শুরু হওয়ার পর থেকে দেশে শো-এর সংখ্যক বেড়ে গেছে।

তাই ডিসেম্বর থেকে এখন পর্যন্ত টানা শোতে অংশ নি”েছন। এর মধ্যে বিদেশ সফরেও গিয়েছিলেন। সব মিলিয়ে দেশের অন্যতম সেরা পারফর্মার হিসেবে মিলার কদর এখনো ব্যাপক।

এ বিষয়ে তিনি বলেন, স্টেজ আমার প্রাণ। যতক্ষণ স্টেজে পারফর্ম করি ততক্ষণ মনে হয় আমি নিজের মাঝে নেই। অন্য এক দুনিয়ায় হারিয়ে যাই। শুরু থেকেই স্টেজে শ্রোতাদের এত ভালোবাসা পেয়েছি যে, আমি তাদের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবো। এখনো স্টেজের ব্যস্ততাটাই বেশি চলছে আমার। এই ব্যস্ততার ফলেই মূলত অ্যালবাম কিংবা নতুন গান প্রকাশের বিষয়ে গত কয়েক মাস ধরে ভাবতে পারিনি। এটা নিয়ে আমার মধ্যে একটি অপরাধবোধও কাজ করে। কিš‘ শ্রোতাদের প্রতি কমিটমেন্টটা আমি নষ্ট করতে চাই না। সেদিক থেকে শো-এর শিডিউলটা ঠিক রাখার ট্রাই করি। পাশাপাশি গানের কাজ চলছে। তাহলে মিলার নতুন গান পাওয়ার বিষয়টি কি অনিশ্চিত? আপনার ভাবনা কী?

মিলা বলেন, এই প্রশ্নটি আমার কাছে নতুন নয়। মিডিয়া বলেন আর ভক্ত-শ্রোতা বলেন, সবাই এই প্রশ্ন করেন। তবে আমি কিš‘ আমার মতো করেই পথ চলছি। শ্রোতারা যে আমার নতুন গানের আশায় আছেন- এটার প্রমাণ বছর দুয়েক আগে ‘নাচোরে’ গানটি প্রকাশ করেই বুঝেছি। তবে আমার ভক্তদের বলতে চাই, ভুল বুঝবেন না প্লিজ। আমি স্টেজ করছি। নতুন গানের কাজ করছি। এসবই আপনাদের জন্য। আমি আসলে সময় নিয়ে কাজ করি এখন। আর একটি গানে অনেক সময় দিতে চাই। ভালো কিছু গান নিয়ে আপনাদের সামনে আসতে চাই। সঙ্গে থাকবে ভিডিওসহ আরো কিছু চমক। আর কয়েকটাদিন মাত্র অপেক্ষা। এরপরই নতুন চমক দেবো নিশ্চয়ই, কথা দি”িছ।



Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

আরও দেখুন