
বিনোদন ডেস্ক :: আত্মহত্যা করলেন মডেল-অভিনেত্রী রিসিলা বিনতে ওয়াজির। সোমবার সকালে রাজধানী বাড্ডার সুবাস্তু নজর ভ্যালির
নিজ অ্যাপার্টমেন্টে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক। তিনি জানান, স্বামীকে ভিডিও (হোয়াটসঅ্যাপ) কলে রেখে আত্মহত্যা করেন রিসিলা। পারিবারিক কলহের জের ধরে এমনটা ঘটেছে বলে মনে করা হচ্ছে। রিসিলার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্বজনদের পক্ষ থেকে জানানো হয়, বেশ ক’দিন ধরেই মানসিক যন্ত্রনায় ভুগছিলেন রিসিলা। তিনি মাদকাসক্ত ছিলেন বলেও জানা গেছে।