
স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ: লালন শাহ্ এর জন্ম ভূমি হরিণাকুন্ডুতে লালন শাহ্ এর ভাস্কর্য এবং একতারা নির্মাণের দাবিতে সম্মিলিত সাংস্কৃতিক জোট,
নাট্য সমন্বয় পরিষদ ও হরিণাকুন্ডু বাসীর পক্ষ থেকে মঙ্গলবার ঝিনাইদহের হরিণাকন্ডুু উপজেলার সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজ থেকে সরকারী লালন শাহ্ কলেজ পর্যন্ত প্রায় ১ কিলোমিটার পথ জুড়ে মানববন্ধন পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টা থেকে ঘন্টাব্যাপি এ মানববন্ধনে স্কুল কলেজের ছাত্র-ছাত্রী সহ সর্বস্তরের হাজার হাজার মানুষ অংশ গ্রহণ করে।
এ সময় হরিণাকুন্ডু পৌর মেয়র শাহিনুর রহমান রিন্টু, উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ এ দাবীর সাথে একাত্মতা ঘোষনা করে বক্তব্য রাখেন। সম্মিলিত সাংস্কৃতিক জোট ঝিনাইদহের সভাপতি বিশিষ্ট্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব একরামুল হক লিকু গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নিকট এবং উপজেলা পরিষদ সহ প্রশাসনের সংশ্লিষ্ট সকলের নিকট জোর দাবী জানান।