
ডেস্ক রিপোর্ট :: ম্যানচেস্টারে বোমা হামলায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় মার্কিন পপ গায়িকা আরিয়ানা গ্রান্ডের
যে কনসার্ট করার কথা রয়েছে ৬ মিনিটেই তার সকল টিকিট বিক্রি শেষ হয়েছে। ৪ জুন অনুষ্ঠেয় এই কনসার্টের নাম দেয়া হয়েছে ‘ওয়ান লাভ ম্যানচেস্টার’।
আরিয়ানা গ্রান্ডের এই কনসার্টে আরো যোগ দেবেন জাস্টিন বিবার, কেটি পেরি, মাইলি সাইরাস, ফ্যারেল উইলিয়ামস এবং ‘ওয়ান ডাইরেকশন’ খ্যাত নাইয়েল হোরান।
সম্প্রদি এই ম্যানচেস্টারের এরিনা স্টেডিয়ামেই আরিয়ানার কনসার্ট শেষে আত্মঘাতী বোমা হামলায় ২২ জন নিহত এবং আরো ৫৯ জন আহত হয়।
কনসার্ট শেষে ওই হামলার ঘটনায় বেশ ভেঙে পড়েছিলেন আরিয়ানা। তবে ভক্তদের জন্য আবারও ওই একই মঞ্চে দাঁড়িয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুরের ঝড় তুলতে চান বলে জানিয়েছিলেন ২৩ বছর বয়সী এই গায়িকা। সূত্র: এবিসি।