সদ্য সংবাদ

 আ.লীগ সভানেত্রীর কাছে রাজাকার পুত্র ডাবলুকে বহিষ্কারে আবেদন  আ.লীগ নেতার আপত্তিকর ভিডিও নিয়ে রাজশাহীজুড়ে চাঞ্চল্য  ডাকাতি শেষে দেখে ফেলায় নানীকে হত্যা  নারায়ণগঞ্জ ডিবির ক্যাশিয়ার আনোয়ার আতঙ্কে ব্যবসায়ীরা!   ১৮ বছর বিমানবন্দরে বসবাসকারী সেই ইরানির মৃত্যু   ইরানের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী পুতিন   কোনো বাধা বিএনপিকে ঠেকাতে পারবে না : রিজভী  পাকিস্তানকে হারিয়ে বিশ্বসেরার মুকুট ইংল্যান্ডের   ঢাকাতেই হবে হজযাত্রীদের ইমিগ্রেশন ও তল্লাশি- স্বরাষ্ট্রমন্ত্রী   দুর্ভিক্ষ আসছে আতঙ্কে মানুষ  সাত পাকে বাঁধা পড়লেন 'আশিকি টু' ছবির সুরকার- গায়িকা  ডেঙ্গু: আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৭৫   ১০০ সেতু চালু হওয়ায় দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে: প্রধানমন্ত্রী   অধিকার আদায় না করে ঘরে ফিরে যাব না: ফখরুল  ড্রোন নিয়ে মিথ্যা বলছে ইরান: জেলেনস্কি   ৩০তম বিসিএসের সেই পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত   ১০ ডিসেম্বরের সমাবেশে আমরাও থাকব: মান্না  কোনো সিমই বিক্রি করতে পারবে না গ্রামীণফোন   সাংবাদিকদের আয়কর মালিকপক্ষই দেবে: হাইকোর্ট   বিয়েতে দেনমোহর ১০১টি বই

‘আর এফডিসিতে আসবো না’-বাপ্পারাজ

 Sun, Aug 27, 2017 6:41 AM
‘আর এফডিসিতে আসবো না’-বাপ্পারাজ

ডেস্ক রিপোর্ট : : বাংলা চলচ্চিত্রের উজ্জল নক্ষত্র নায়ক রাজ-রাজ্জাকের ছেলে বাপ্পারাজ আবেগঘন পরিবেশে বলেছেন,

 ‘আর কোন দিন এফডিসিতে আসবো না, যদি আপনারা সকল নিষেধাজ্ঞা তুলে না নেন, মামলা না তুলেন, হয়তো এটাই হবে আপনাদের সঙ্গে আমার শেষ দেখা। আমিও হয় তো ভুল করে অনেক কথা বলেছি। আমাকে আপনারা ক্ষমা করে দেবেন।’


শনিবার বিএফডিসিতে নায়ক রাজ-রাজ্জাক স্মরণে শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে বাংলাদেশ চলচ্চিত্র পরিবার। এসময় তিনি এসব কথা বলেন।


বাপ্পারাজ বলেন. আজ আমাদের ইন্ড্রাস্ট্রিতে অনেক বাহিরের লোক ঢুকে পড়েছে। যারা আমাদেরকে যুদ্ধে নামিয়ে দিয়ে তালি বাজাচ্ছে। আমাদের ইন্ড্রস্ট্রি এখন বাইরের লোকের হাতে। আমরা এখন আমাদের নিজেদেরই সম্মান দিতে পারছিনা।


তিনি আরো বলেন, ‘অনেকেই বলেন শাকিব খানকে ডাকলে আসে না- বেয়াদব ইত্যাদি। সুচন্দা ম্যাডাম যদি শাকিবকে বলেন, তুমি পরিচালক সমিতিতে আসো। শাকিবের বাপের ক্ষমতা নেই না এসে পারবে। এটার জন্য মামলা করার দরকার নেই। উকিল নোটিশ পাঠানোর দরকার হয় না। পুলিশ পাঠানোর দরকার হয় না। যারা বেঁচে আছেন তাদের সম্মান দেবেন। রাজ্জাক সাহেব কখনো বিরোধ করেননি। বহিষ্কার করেননি। তার সম্মানে ক্ষমা করে দেন। আমিও ভুল করেছি। আমাকেও মাফ করে দেন। কাল থেকে সকল বহিষ্কার তুলে নেন। পরিবার কখনো কাউকে বহিষ্কার করে না। শাসন করে।’


সবাইকে এক সাথে মিলেমিশে কাজ করা এবং নিষিদ্ধ নামের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহবান জানিয়ে বাপ্পারাজ আরো বলেন, ‘আব্বাকে মাটি দেয়ার পর পিছন ফিরে দেখি শাকিব এবং জায়েদ খানকে। তখন তাদেরকে বলি, তোমরা দুজন গলাগলি করো, কোন ক্লাশে যাবা না। আজকে একটা দাবি নিয়ে আমি এসেছি। এখানে সবাই আছেন, অনেক সিনিয়ররা আছেন, আমি হাত জোড় করে বলবো-আমার বাবা চলে গেছেন, তাঁর ওসিলায়, তার সম্মানে, আজকে এই ব্যানড(নিষিদ্ধ) খেলাটা বন্ধ করে দিন।


শোকসভায় আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক ফারুক, আলমগীর, সোহেল রানা, সুচন্দা, রোজিনা, ফেরদৌস, নূতন, মিশা সওদাগর, ওমর সানী, আমজাদ হোসেন, মতিন রহমান, মুশফিকুর রহমান গুলজার, জায়েদ খান, বাপ্পী, চলচ্চিত্র প্রযোজক খসরু, ইফতেখার উদ্দিন নওশাদ, এফডিসির এমডি তপন কুমার প্রমুখ। আলোচনা সভা শেষে সবার মাঝে খাবার বিতরন করা হয়।

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

আরও দেখুন