সদ্য সংবাদ

 আ.লীগ সভানেত্রীর কাছে রাজাকার পুত্র ডাবলুকে বহিষ্কারে আবেদন  আ.লীগ নেতার আপত্তিকর ভিডিও নিয়ে রাজশাহীজুড়ে চাঞ্চল্য  ডাকাতি শেষে দেখে ফেলায় নানীকে হত্যা  নারায়ণগঞ্জ ডিবির ক্যাশিয়ার আনোয়ার আতঙ্কে ব্যবসায়ীরা!   ১৮ বছর বিমানবন্দরে বসবাসকারী সেই ইরানির মৃত্যু   ইরানের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী পুতিন   কোনো বাধা বিএনপিকে ঠেকাতে পারবে না : রিজভী  পাকিস্তানকে হারিয়ে বিশ্বসেরার মুকুট ইংল্যান্ডের   ঢাকাতেই হবে হজযাত্রীদের ইমিগ্রেশন ও তল্লাশি- স্বরাষ্ট্রমন্ত্রী   দুর্ভিক্ষ আসছে আতঙ্কে মানুষ  সাত পাকে বাঁধা পড়লেন 'আশিকি টু' ছবির সুরকার- গায়িকা  ডেঙ্গু: আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৭৫   ১০০ সেতু চালু হওয়ায় দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে: প্রধানমন্ত্রী   অধিকার আদায় না করে ঘরে ফিরে যাব না: ফখরুল  ড্রোন নিয়ে মিথ্যা বলছে ইরান: জেলেনস্কি   ৩০তম বিসিএসের সেই পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত   ১০ ডিসেম্বরের সমাবেশে আমরাও থাকব: মান্না  কোনো সিমই বিক্রি করতে পারবে না গ্রামীণফোন   সাংবাদিকদের আয়কর মালিকপক্ষই দেবে: হাইকোর্ট   বিয়েতে দেনমোহর ১০১টি বই

‘চুনকা কুটির নয়, আইভীর হোয়াইট ওয়াশের জ্বালা বিরোধী পক্ষ

 Tue, Sep 21, 2021 7:47 PM
‘চুনকা কুটির নয়, আইভীর হোয়াইট ওয়াশের জ্বালা বিরোধী পক্ষ

নারায়ণগঞ্জ প্রতিনিধি:: বাড়িটির নাম ‘চুনকা কুটির’ হলেও আইভী বিরোধী পক্ষ

এর নাম দিয়েছে ‘হোয়াইট হাউজ’। বর্তমানে এই বাড়ি নিয়ে তাদের জ্বালা-যন্ত্রণার শেষ নেই। কথায় কথায় বাড়ি নির্মাণের অর্থের উৎস কী, তা নিয়ে প্রশ্ন তুলছেন তারা। তবে, সচেতন মহল বলছেন, বিরোধী এই পক্ষটির জ্বালাটা হোয়াইট হাউজ নয়, তারা আসলে আইভীর কাছে হোয়াইট ওয়াশ হওয়ার জ্বালা আজও ভুলতে পারছেন না। ফলশ্রুতিতে তাল হারিয়ে বেতাল বকে যাচ্ছেন!

সূত্র বলছে, ২০১১ সালে আইভীকে ঠেকানোর জন্য কোমর বেঁধে নেমেছিলেন ওই বিরোধী চক্রটি। নানা কৌশল, নানা কূৎসা রটিয়ে আইভীকে পরাস্ত করার চেষ্টা করেন তারা। কিন্তু সাধারণ মানুষ তাদের সেসব অপপ্রচার, কূৎসায় কান দেননি। গা ভাসাননি তাদের পালে। তারা ঠিকই বিপুল ভোটে বিরোধী পক্ষকে পরাজিত করে আইভীর গলাতেই জয়ের মাল্য পরিয়ে দিয়েছিলেন। এই হারের কারণে এই পক্ষটির হৃদয়ে যে ক্ষত তৈরি করেছিল তা ভুলতে পারেনি তারা। ফলশ্রুতিতে প্রতিশোধ পরায়ন হয়ে ২০১৬ সালের নির্বাচনে আবারও আইভীকে পরাস্ত করতে মাঠে নামেন তারা। এবার টার্গেট আইভীর মনোনয়ন ঠেকানো। সে লক্ষ্যকে স্থির করে এবার আরও বেশি সংখ্যক লোক নিয়ে তারা মাঠে নামেন।

তবে, ২০১১ সালে জনতার কাছে বোল্ড আউট হওয়া পক্ষটিকে ২০১৬ সালে দল বোল্ড আউট করে দিয়ে আইভীকেই মনোনয়ন দেয়। এতে করে পূর্বের ক্ষত আর এবারের ক্ষত মিলিয়ে কতাদের হৃদয়ে দগদগে ঘা তৈরি হয়। যা এখনও থেকে থেকে জ্বলছে। ফলে নানা সময়ে আইভীকে পরাস্ত করতে এবং ক্ষতের জ্বালা মেটাতে দলবল নিয়ে মাঠে নেমে পড়েন তারা। যা সত্য নয় তাই রটাতে থাকেন যত্রতত্র।

সূত্র মতে, পক্ষটি এবারের নির্বাচনকে টার্গেট করে আবারও মাঠে নেমেছেন। এবার তাদের লক্ষ্য মরণ কামড় দেওয়া। নচেত আইভী যদি ফের মেয়র হয়ে যান তাহলে তারা যে অস্তিত্ব সঙ্কটে পড়বেন, সেটা বুঝতে পেরেই আটঘাট বেঁধে মাঠে নেমেছেন। এবার যে করেই হোক এই পক্ষটি আইভীকে ঠেকানোর ব্রত নিয়ে কাজ করে যাচ্ছেন। ছড়ানো হচ্ছে, অবৈধ আয় দিয়ে আইভী বাড়ি করেছেন। যেটির নাম এই পক্ষটি দিয়েছেন হোয়াইট হাউজ। যদিও এটি আইভীর বাড়ি নন। তার পৈত্রিক সম্পদ হলেও তারা তিন বোন তাদের হিস্যা দুই ভাই রিপন ও উজ্জ্বলকে দিয়ে দিয়েছেন। এবং এই বাড়িটি তারা নির্মাণ করেছেন আরও দুটি পৈত্রিক বাড়ি বিক্রি করে।

তবে, সচেতন মহল বলছেন, বাড়িটি নিয়ে যেভাবে তারা জ্বলে পুড়ে অঙ্গার হচ্ছেন আসলে এই জ্বলনের পিছনে ওই বাড়িটি নয়। তাদের জ্বলনের নেপথ্যে আইভীর কাছে হোয়াইট ওয়াশ হওয়ার জ্বালা ভুলতে না পারা। যার কারণে তারা যার কারণে তারা আদাজল খেয়ে মাঠে নেমেছেন আইভী ঠেকাও মিশনে।

তারা বলছেন, এতে করেও তারা কোনো ফল পাবে না। বরং তারা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারছেন। আবারও তারা পরাস্ত হবেন আইভীর কাছে। যা ইতোমধ্যে সাধারণ কর্মী সমর্থকেরাও আভাস দিয়ে দিয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

আরও দেখুন