ডেস্ক রিপোর্ট : : জাহ্নবী’র প্রথম ছবি ‘ধড়ক’ নিয়ে সবচেয়ে বেশি উৎসাহ ছিল তার মা শ্রীদেবীর।
কিন্তু ‘ধড়ক’ মুক্তির আগেই পৃথিবী থেকে চিরবিদায় নেন শ্রীদেবী। আর তাই ‘ধড়ক’ এর প্রিমিয়ারে মা’কে বেশি মনে পড়ছে জাহ্নবীর।
বৃহস্পতিবার টিম ‘ধড়ক’ একটি বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছিল মুম্বাইয়ের জুহুতে। সেখানে দুই মেয়ে জাহ্নবী এবং খুশিকে নিয়ে যান বনি কাপুর। সঙ্গে ছিলেন অর্জুন কাপুর। সেখানে বাবাকে জড়িয়ে ধরে অঝোরে কেঁদে ফেলেন জাহ্নবী।
যশরাজ ফিল্ম স্টুডিওতে এ দিন জাহ্নবীকে শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন বলিউডের প্রথম সারির প্রায় সব তারকাই। রেখা, মাধুরী দীক্ষিত, করিশ্মা কাপুর, করণ জোহর, মল্লিকা অরোরা, কুনাল খেমু, সোহা আলি খান, সোনাক্ষী সিংহ-সহ একঝাঁক তারকা এ দিন হাজির হয়েছিলেন।
‘ধড়ক’-এ শাহিদ কাপুরের ভাই ঈশান খট্টরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন জাহ্নবী। ছবির পরিচালক শশাঙ্ক খৈতান। প্রযোজক করণ জোহর। ‘ধড়ক’ আসলে মারাঠি রোম্যান্টিক ছবি ‘সাইরাত’-এর রিমেক। ‘সাইরাত’-এর রিমেক হলেও ‘ধড়ক’-এ নয়া চমকের ইঙ্গিত দিয়েছেন পরিচালক।