সদ্য সংবাদ

 সংসদে কপিরাইট বিল পাস   কাস্টমসের ২৭০ কর্মকর্তাকে একযোগে বদলি  ভিয়েতনামে পৌঁছে ভারতের উদ্দেশে যা বললেন বাইডেন  নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ইয়াবসহ যুবক আটক   সাঘাটায় কাঠ পুড়িয়ে চলছে কয়লা তৈরি  রেজিস্ট্রার অফিসে দুর্নীতির অভিযোগ   ফতুল্লায় খুনের রহস্য উদঘাটন করেছে পিবিআই   ‘শিগগিরই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে’   বাংলাদেশের কাছে ৫০০০ টন ইলিশ চায় ভারত  সাংবাদিকদের শাস্তি দেওয়ার আইনি ক্ষমতা চায় প্রেস কাউন্সিল  আমার ৫ আসনের এমপি নমিনেশন চাওয়া উচিত - মেয়র আইভী  সবার জন্য সমৃদ্ধ ভবিষ্যত নিশ্চিত করতে বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান   দেশের মানুষ সরকারকে ‘না’ জানিয়ে দিয়েছে: মির্জা ফখরুল   বিএনপিকে নারায়ণগঞ্জ ছাড়া করবো: শামীম ওসমান  শিমরাইল হাইওয়ে পুলিশের অভিযান অটো রিক্সার বিরুদ্ধে   মরক্কোতে শক্তিশালী ভূমিকম্পে ১০৩৭ জন নিহত।   আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই : মির্জা ফখরুল   ভারত-বাংলাদেশ সম্পর্ক গভীর আনন্দদায়ক : মোদি  মার্কিন দূতাবাস ছাড়লেন বরখাস্ত ডিএজি এমরান   ঢাকার ৭০ আসনে মনোনয়নপ্রত্যাশী যারা

‘নির্লজ্জ আর কাকে বলে’ প্রসঙ্গ তাহসান-মিথিলা….

 Sat, Jul 22, 2017 1:14 PM
‘নির্লজ্জ আর কাকে বলে’ প্রসঙ্গ তাহসান-মিথিলা….

ডেস্ক রিপোর্ট : : আঞ্জুমান আরা বকুল। তিনি বাংলাদেশের একজন সুপরিচিত সংগীতশিল্পী ও অভিনেত্রী।

 বর্তমানে তাহসান-মিথিলা’র ডিভোর্স প্রসঙ্গ নিয়ে সরগরম সামাজিক গণমাধ্যম। চলছে আলোচনা সমালোচনা, যে যার মতো দিচ্ছেন প্রতিক্রিয়া। আঞ্জুমান আরা বকুল সেসব প্রতিক্রিয়া পড়ে ব্যক্ত করেছেন নিজের প্রতিক্রিয়া।


তিনি তার নিজ ফেসবুক অ্যাকাউন্টে তাহসান-মিথিলা প্রসঙ্গে যা লিখেছেন, তা শব্দ, বাক্য ও বিরামচিহ্ন অপরিবর্তিত রেখে তুলে দেওয়া হলো এখানে: ‘প্রসংগ তাহসান মিথিলা। ঘটনা আর কিউট সুইট নয়। অঘটন ডিভোর্স। মাত্র ১১ বছরের সুখের সংসার। তাইত! যারা বলছেন, মিডিয়ার মানুষ এমনি তাদের জন্য আমার এই লেখা। এইত সেদিন মেয়েরা সব মিথিলা হব। তাহলে তাহসান কে পাব। আদিখ্যেতা



দেখতাম আর হাসতাম। কী অবলীলায় আমাদের মেয়েরা জেনে শুনে বিবাহিত পুরুষের পানে হাত বাড়ায়। নির্লজ্জ আর কা কে বলে।


বরং এখন খুশি হয়ে একটা লাফ দিক তাহসান ভক্ত মিথিলা ভক্তরা। কারন এখন তারা সিংগেল। আরে ভাই এই মিডিয়ার নায়ক রাজ রাজ্জাক বিয়ের ৫০ অতিক্রম করেছেন,শাবানা ম্যাডাম,(৫০ এর কাছা কাছি) লায়না হাসান, হাসান ইমাম, বুলবুল আহমেদ আমৃত্যু,শিল্পি মুস্তাফা মনোয়ার মেরী মনোয়ার,আব্দুল্লাহ আবু সাঈদ, রওশন আরা সাঈদ, এমন আরো অনেক নাম লিখে শেষ করা যাবেনা। কই তাদের কে কতবার সাধুবাদ জানিয়েছেন,যে এদের আপনি মুর্দাবাদ জানাচ্ছেন।


আরে ভাই মিডিয়ার বাইরে এমন অনেক ডিভোর্স আমার চোখের সামনে ঘটছে যাদের বিয়ের বয়স ২৬ পার হয়েছে। ৪০ বছর পর ডিভোর্স দিয়েছে। কোনটা মধ্যস্থতা করে দিতে পারছি কোনটা ঝঞ্জাট ছাড়াই হাসি মুখে আলাদা করে দিচ্ছ। তিক্ততার চেয়ে দুরত্ব অনেক ভাল। আরে ভাই একবার ভাবুন,দুজন মানুষ ভালবেসে একসময় ব্যকুল হয়,সেই দুজনেই আবার কী কারনে আলাদা হওয়ার জন্য আকুল হয়,তার মুল উদঘাটন করুন।সেখানে জল সিঞ্জন করুন। তবে আর এমন হা হুতাশ করে গলা শুকাতে হবেনা।


আর একটি কথা ঘরের খেয়ে আর কত বোনের মোষ তাড়াবেন! আর নয়ত এসব নাটক ফাটক টিভি ফিল্ম দেখা ছেড়ে দিন। তাহলে অনেক কিছুই আর দেখতে হবেনা। ইচ্ছামত মাথায় তুলবেন ইচ্ছামত নামাবেন তা হবেনা। ভেবে দেখুন তারাও মানুষ।তা রা কিন্তু আপনার হাড়ির খবর নিয়ে মাতামাতি করেনা। বরং আপনাকে বিনোদন দিয়ে,নিজে অনেক সময় খালি হাতে ক্লান্তি সাথে করে ঘরে ফেরে।’

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

আরও দেখুন