
ডেস্ক রিপোর্ট : : শিল্পা শিন্দে। ‘বিগ বস ১১’ জয়ী হয়েছেন তিনি। ১০৫ দিন ‘বিগ বস’ বাড়িতে থেকে বাকি ১৮ জন
প্রতিযোগীকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছেন জনপ্রিয় টিভি সিরিয়াল ‘ভাবি জি ঘর পে হ্যায়’-এর এই ‘ভাবিজি’। শিল্পা শিন্দের হাতে ট্রফি তুলে দেন এই প্রতিযোগিতার সঞ্চালক বলিউড তারকা সালমান খান। পুরস্কার হিসেবে শিল্পা পেয়েছেন ৪৪ লাখ রুপি। গত ১৪ই জানুয়ারি ‘বিগ বস ১১’ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। এবার তিনি কপিল শর্মা, ভারতী, আন্নু কাপুর, শেখর সুমনের মতো স্ট্যান্ডআপ কমেডি শো করতে চান বলে জানান। একইসঙ্গে ‘টক শো’ সঞ্চালনা করার ইচ্ছেও রয়েছে তার। তিনি আরো বলেন, সিনেমা করতে চাই। এমনকি কয়েকজন মিলে একটা ওয়েব সিরিজ করার কথা ভাবছি। বিগ বস হাউসে সালমানের সঙ্গে কাজ করা প্রসঙ্গে শিল্পা বলেন, স্বপ্নেও ভাবিনি সালমানের সঙ্গে একই পর্দায় থাকবো। তিনি বড় মনের মানুষ। সালমানের বাড়ি থেকে প্রতি শনিবার নিয়ম করে প্রচুর খাবার আসতো আমাদের জন্য। সে এক রাজকীয় আয়োজন। কিন্তু আমি অনুভব করতাম, সালমানের বাড়ির ‘ডাব্বা’য় যেন ভালোবাসা ভরা থাকতো। ‘ডাব্বা’য় ভরা খাবারের সঙ্গে যেন তার পরিবারের ভালোবাসা মিলেমিশে এক হয়ে যেত।