
বিনোদন ডেস্ক :: নব্বইয়ের দশকের নায়িকা। তার ‘আঁখে’ ছবির সেই বিখ্যাত গান ‘লাল দুপাট্টেওয়ালি’র বয়সও প্রায় ২৪ বছর।
এক দশক আগে ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছিলেন, এখন ফিরেছেন ছোট পর্দায়। বলিউডে ফেরার কথা বলতেই বিস্ফোরক মন্তব্য করে বসলেন রিতু শিবপুরী। শুরুতে অভিনয় ছেড়ে দেয়ার বিষয়ে ব্যাখ্যা, ‘বিয়ের পর কাজ আর পরিবার- দুটোর মধ্যে কিছুতেই ব্যালেন্স করতে পারছিলাম না। শ্যুটিং শেষে যখন ফিরতাম, দেখতাম বর ঘুমিয়ে পড়েছে। আর ও যখন দিনে বের হতো, আমি তখন ঘুমাতাম।’ রিতু বলেন, ‘বাচ্চা হওয়ার পর সমস্যা আরো বেড়ে গেল। তাই একদিন ঠিক করলাম, এমনটা চলতে পারে না। তাই ছেড়ে দিলাম অভিনয়।’ এবার ফের অভিনয়ে ফেরা নিয়ে এই নায়িকার ভাষ্য, বাচ্চারা বড় হয়েছে, তাই ক্যারিয়ারে মন দিলেন। তবে এবার অবশ্য ছোট পর্দায়। স্টার প্লাসের ‘ইস পেয়ার কো ক্যায় নাম দু’ ধারাবাহিকে। কিন্তু ছোট পর্দায় কেন- এমন প্রশ্নে তিনি বলেন, ‘স্ক্রিপ্টা পড়ে এত ভালো লেগেছিল যে, তিন সেকেন্ডে ‘হ্যাঁ’ বলেছিলাম। আর এখন টিভি তো সব ঘরে ঘরে। সিনেমা দেখতে যাক আর না যাক, লোকে টিভি না দেখে থাকতে পারবে না। আমার মনে হয়, টিভির মাধ্যমে অনেক বেশি লোকের কাছে সহজে পৌঁছে যাওয়া যায়।’ বলিউডে ফেরা নিয়ে প্রশ্ন করতেই বিস্ফোরক রিতু। তিনি বলেন, ‘আমি তেমন স্ট্রিট স্মার্ট নই। আমার কোনো কানেকশনও নেই। সম্পর্ক ছাড়া বলিউডে কাজ পাওয়া মুশকিল। প্রযোজক, পরিচালক বা নায়কদের সঙ্গে প্রেম না করলে সহজে সুযোগ মিলবে না।’ এখানেই থেমে থাকলেন না এই নায়িকা। বলেন, এমন দু-তিনটা প্রেম তাকেও করতে হয়েছে। আর সেটাই মেনে নিতে পারছিলেন না। এত বছর পর ইন্ডাস্ট্রিতে এসে নতুনদের সঙ্গে প্রতিযোগিতা কেমন? ‘প্রতিযোগিতা তো আগেও ছিল, সব সময় থাকবে। কিন্তু আমি মায়ের চরিত্রও করতে পারি আবার প্রেমিকার রোলেও। সেটা ক’জন পারবে!’ হাসতে হাসতে বলছিলেন রিতু। সূত্র: আনন্দবাজার।