
আব্দুল হকঃ: পরিচালনার পাশাপাশি প্রযোজনায় নাম লেখালেন
তনু পান্ডে। তনু পান্ডে ও রবিউল ইসলাম রবির যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে নতুন ওয়েব ফিল্ম জেএসপি। পি পি প্রোডাকশন হাউজ ও যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে বিগ বাজেটের এই ওয়েব ফিল্মটি।
এতে নায়ক হিসেবে অভিয়নয় করছেন তনু পান্ডের ছেলে প্রতীক।পান্ডের ছেলে প্রতিকও একজন ব্ল্যাক বেল্ট হোল্ডার। বাবার অনুপ্রেরণায় কারাতে আয়ত্ত করেছেন প্রতীক।কারাতের পাশাপাশি এবার বাবার প্রযোজনায় নায়কের চরিত্রে অভিষেক হতে যাচ্ছে তার।ছয় মাস বয়স থেকে সালমান খানের ভক্ত ছিল নায়ক প্রতীক বলে জানায় তার বাবা পান্ডে। পান্ডে আরও জানায়, আমি অভিনয় নিয়ে ব্যস্ত থাকার ফলে বড় ছেলেকে স্কুলে নিয়ে যায় আমার স্ত্রী। তখন আমার ছোট ছেলে প্রতীককে বাসায় রেখে যেতে হতো।বাচ্চা ছেলে একাই থাকতে পারতো না কান্নাকাটি করতো।তখন সালমান খানের গান টিভিতে ছেড়ে দিলে দেখতে থাকতো কান্না ভুলে।এতটায় ভক্ত ছিল প্রতীক।ছোট বয়সেও তার ভাল লাগা বুঝতো।সেই ইচ্ছা থেকেই তার অভিনয় জগতে আসা।
ওয়েব ফিল্ম জেএসপিতে প্রতীককে দেখা যাবে নায়ক চরিত্রে। খল চরিত্রে অভিনয় করেছেন ডন।এছাড়াও একটি বিশেষ চরিত্রে তনু পান্ডে অভিনয় করেছেন বলেও জানা যায়।তনুর ছোট ছেলে প্রতীককে জুনিয়র সালমান খান হিসেবে দেখা যাবে।ছবিটি এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে।
পান্ডে ছোট পর্দায় পরিচালনার পাশাপাশি বড় পর্দাতেও প্রযোজনা করতে ইচ্ছে পোষণ করেন তনুপান্ডে।