
বিনোদন ডেস্ক :: ৪৫ বছর বয়স হয়ে গেল টাবুর। বলিউডের এই বিখ্যাত অভিনেত্রী অবশ্য এখনও অবিবাহিতা।
কিন্তু কেন এখনও বিয়ে করেননি তিনি? তব্বুর দাবি, তার বিয়ে না হওয়ার জন্য নাকি দায়ী অজয় দেবগন!
সম্প্রতি মুম্বাই মিররকে দেওয়া টাবুর সাক্ষাৎকারে টাবু বলেন, অজয়কে আমি ২৫ ধরে চিনি। ও আমার সম্পর্কের ভাই সমীর আর্যের বন্ধু এবং প্রতিবেশী ছিল। যখন আমার বয়স কম ছিল, তখন থেকেই অজয় এবং সমীর আমার উপরে কড়া নজর রাখত। কোনও ছেলে আমার সঙ্গে কথা বললেই তাকে ধরে পিটিয়ে দিত। দু’জনেই একেবারে গু-া ছিল।’’ অর্থাৎ পুরোটাই মজাচ্ছলে বলেছেন টাবু। নায়িকা আরও জানিয়েছেন, মাঝেমধ্যেই তার জন্য সুপাত্রের খোঁজ করার জন্য অজয়কে বলেন তিনি।
সবশেষে টাবু বলেছেন, ‘যা বললাম পুরোটাই মজাচ্ছলে। আসলে আমার এবং অজয়ের মধ্যে দারুণ সম্পর্ক। যতজন পুরুষ অভিনেতা রয়েছেন, তাদের মধ্যে অজয় আমার জন্য বিশেষ অর্থ রাখে। ও এখনও বাচ্চাদের মতোই রয়েছে আর আমার বিষয়ে ভীষণ প্রোটেকটিভ!