এশিয়া খবর ডেস্ক:: বাংলাদেশের মেয়ে মেঘলা মুক্তা। ঢাকাই শোবিজে এখন কাজ করছেন না বলে জানালেন।
তবে কয়েক বছর আগেও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করতে দেখা গেছে তাকে। এর মধ্যে রয়েছে ‘আমি শুধু চেয়েছি তোমায়’, ‘পাষাণ’ ও ‘নবাব’। ছবিগুলোতে ছোট ছোট চরিত্রে দেখা গেছে তাকে। তবে ঢাকাই শোবিজে ক্যারিয়ার খুব একটা দাঁড়ায়নি তার। দেশের চলচ্চিত্রে উঠতি এই নায়িকার 'মূল্যায়ন' সেভাবে হয়নি বলেই এক প্রকার 'অভিমান' করে গত বছর ঘোষণা দিয়েছিলেন শোবিজে আর কাজ করছেন না তিনি।
সম্প্রতি আবার আলোচনায় এলেন তিনি। তবে বাংলাদেশের কোন কাজ দিয়ে নয়। তেলেগু একটি ছবিতে অভিনয় দিয়ে। ছবির নাম ‘সাকালা কালা ভাল্লাভুডু’। পরিচালনা করেছেন শিবা গণেশ। এতে তার বিপরীতে অভিনয় করেছেন নায়ক তানিস্ক রেড্ডি।
সমকাল অনলাইনকে শনিবার মেঘলা জানান, অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। বড় পরিসরেই দক্ষিণ ভারতে ছবিটি মুক্তি পাবে। ইতোমধ্যে ছবিটি নিয়ে ব্যাপক প্রচার শুরু হয়ে গেছে।
এরইমধ্যে প্রকাশিত হয়েছে ছবিটির পোস্টার। এতে বেশ গুরুত্ব দিয়ে মেঘলাকে রাখা হয়েছে। অন্যদিকে ছবিটির গানের লিরিক্যাল ভিডিও প্রকাশিত হয়েছে। কিছু দিনের মধ্যে ছবির টিজারও প্রকাশ পাবে বলে জানান তিনি।
তেলেগু ছবিতে কীভাবে অভিনয়ের সুযোগ হলো? এমন প্রশ্নের উত্তরে মেঘলা বলেন, 'এই ছবিতে অভিনয়ের জন্য গত বছর ডিসেম্বরে হায়দরাবাদে অডিশন দিয়েছিলাম। শতাধিক প্রতিযোগীকে টপকে ছবিতে নায়িকা হওয়ার সুযোগ পেয়ে যাই। এরপর টানা ছয় মাস সেখানে থেকে ছবিটির শুটিং শেষ করে আসি।'
শনিবার একটি ম্যাগাজিনের কাভার শুট শেষ করে কক্সবাজার থেকে ঢাকায় ফিরেছেন এ অভিনেত্রী। শিগগিরই ‘সাকালা কালা ভাল্লাভুডু’র প্রচারণায় অংশ নিতে ভারতে উড়াল দিবেন বলে জানান তিনি।
তেলেগু ছবিতে কাজ করছেন, কিন্তু বাংলাদেশের ছবিতে তো আপনাকে দেখা যাচ্ছেনা? মেঘলা অনেকটা অভিমান নিয়েই বলেন, 'বাংলাদেশের শোবিজে আপাতত কাজ করার ইচ্ছে নেই। আমার কাছে বাংলাদেশের কাজের তেমন প্রস্তাবও আসে না। ভালো কিছু ফটোশুট করার ইচ্ছে রয়েছে। এরই মধ্যে তেলেগু আরেকটি ছবিতে কাজ করার প্রস্তুতি চলছে। আরও বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে কথা হচ্ছে। মনে হচ্ছে, সেখানকার ছবির শুটিং নিয়েই আমাকে ব্যস্ত থাকতে হবে।'
তাহলে তেলেগু ইন্ডাষ্ট্রিতেই ক্যারিয়ার গড়ছেন- প্রশ্ন রাখতেই মেঘলা বলেন, 'আমারও সেরকমই ইচ্ছে। সেখানে ভালো কাজের প্রস্তাব পাচ্ছি। সেগুলো করতে হলে তো আমাকে সেখানেই থাকতে হবে।'