
এশিয়া খবর২৪ ডেস্ক :: আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনকে নিয়ে গুঞ্জনের শেষ নেই। মৃত্যুর পরও তাকে নিয়ে
নানা গল্প ঘুরছে মানুষের মুখে মুখে৷ কারো কারো মতে, লাদেন এখনো বেঁচে আছেন! সে যাই হোক। এবার ওসামা বিন লাদেনকে বড় পর্দায় হাজির করবেন বলিউড পরিচালক বিশাল ভরদ্বাজ৷ লাদেন ও আল কায়েদার নানা অজানা খবর হবে ছবির কাহিনি৷
হলিউডের ‘জিরো ডার্ক থার্টি’ ছবিতে ইতিমধ্যেই লাদেন হত্যার কাহিনি উঠে এসেছে। তবে এতে মূলত আল কায়েদা প্রধানের হত্যা অভিযান প্রাধান্য পেয়েছে৷ আর বিশাল পর্দায় ফুটিয়ে তুলতে চান লাদেনের কর্মকাণ্ড ও আল কায়েদার অভ্যন্তরের চিত্র৷
এজন্য দু’জন ইনভেস্টিগেটিভ জার্নালিস্টের লেখা একটি বই নিয়েও ঘাঁটাঘাঁটি করছেন বিশাল৷ মূলত বইটিকে ভিত্তি করে চিত্রনাট্য সাজাবেন তিনি৷ তার অতীত ইতিহাস বলে, বলিউডে যখন এমন কোনো বিষয় নিয়ে সিনেমা বানান তিনি, তা মাস্টারপিস হয়ে ওঠে৷ বিশালের শেষ সিনেমা ‘রঙ্গুন’ বাজিমাত করতে না পারলেও এর আগের ছবি ‘হায়দার’ বহুল প্রশংসিত হয়েছিল। ওই ছবিতে যেভাবে কাশ্মীর সমস্যা তুলে ধরেছিলেন বিশাল তা দেখে বলিউড মহলের অনেকেই তাকে কুর্নিশ জানিয়েছে৷
এবার লাদেনকে নিয়ে সিনেমাতেও বিশালের দৃষ্টিভঙ্গিই অন্যরকম৷ সময়-রাজনীতি-আন্তর্জাতিক সমীকরণ ও ওসামা বিন লাদেন এই যোগসূত্র মেনে আগাবে তার চিত্রনাট্যে৷ তবে এ ব্যাপারে এখনই কিছু খোলসা করতে নারাজ পরিচালক৷
সূত্র: হিন্দুস্তান টাইমস