
ডেস্ক রিপোর্ট : : ভারতের বিখ্যাত শিল্পপতি নীরব মোদির বিরুদ্ধে চুক্তির টাকা না দিয়ে প্রতারণার অভিযোগ
তুলেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।ডায়মন্ড ব্যবসায়ী প্রিয়াঙ্কা ও সিদ্ধার্থ মালহোত্রাকে তার প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগ দিয়েছিলেন।
কোয়ান্টিকো অভিনেত্রীর অভিযোগ, নীরব মোদির ডায়মন্ডের বিজ্ঞাপনের প্রচার চালালেও তিনি চুক্তির অর্থ তাকে পরিশোধ করেননি।
দি ইকোনমিক টাইমস এবং টাইমস নাউ নিউজের প্রতিবেদনে বলা হয়, প্রিয়াঙ্কা চোপড়া ইতিমধ্যে নীরব মোদির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছেন। তিনি এবং তার দল ঠিকমতো চুক্তির অর্থ পরিশোধ না করার জন্য মোদিকে দায়ী করেছেন।
সম্প্রতি ভারতের দ্বিতীয় বৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মুম্বাই শাখা থেকে ১১ হাজার ৪০০ কোটি রুপি জালিয়াতির ঘটনা প্রকাশ হয়। ওই ঘটনার সঙ্গে তিনটি ডায়মন্ড ফার্মের সংশ্লিষ্টতার তথ্য উঠে এসেছে। যার সঙ্গে নীরব মোদিরও যোগসূত্র রয়েছে। ঠিক এমন মুহূর্তেই নীরব মোদির বিরুদ্ধে প্রিয়াঙ্কা এমন অভিযোগ তুললেন।