
ডেস্ক রিপোর্ট : : পুজোর উপলক্ষে বসেছে মেলা৷ সঙ্গে দেদার জুয়ার আসর৷ লোক টানার হাতিয়ার হয়ে দাঁড়াও লাস্যময়ীর
নাচ৷ রাতভর নাচের আসরে উড়ছে দেদার টাকা৷ লাস্যময়ীদের শরীরী বিভঙ্গ দেখতে উপচে পড়ল ভিড়৷ স্থানীয় সিটি বাজিয়ের নাচের আসর দেখে স্তম্ভিত স্থানীয়রাও৷ সব জেনেও যেন শীতঘুম দিচ্ছে পুলিশ৷ মালদার হবিবপুর থানার এলাকায় রীতিমতো মঞ্চ বেঁধে প্রকাশ্যেই চলল অশ্লীল নাচের কারবার৷
মালদহের আইহোতে কালীপুজো উপলক্ষে চলছে মেলা৷ সারারাত ব্যাপী মেলায় এখানে রেওয়াজ৷ মেলার মাঝে মঞ্চ বেঁধে রঙিন আলোর নীচে চলছে উদ্দাম নাচ৷ প্রথমে আঁটসাঁটো পোশাকে শুরু হলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে ছোট হচ্ছে পোশাক৷ প্রথমে শুরু করছেন কিশোরীরা৷ আসর জমে উঠতেই ছোট পোশাকে মঞ্চ আলো করছেন যুবতীরা৷ মঞ্চের চর্তুদিকে হামলে পড়ছে কিশোর থেকে প্রবীণ নানা বয়সীদের ভিড়৷
চমকের শুরু এরপরেই৷ মঞ্চের উপর থেকে আচমকা সাওয়ার নেমে আসছে জলের ধারা৷ তরুণীদের শরীর জলে ভিজতেই উল্লাস মাত্রা ছাড়াচ্ছে৷ মঞ্চে গোছা গোছা টাকা ছুড়ে দিচ্ছেন দর্শকরা৷ ছোট পোশাকের শরীর ভেজা নায়িকাদের জাপটে ধরে পোশাক খুলে দিচ্ছেন নায়কেরাও৷ মফস্বল গ্রামে নাগালের মধ্যে এমন চটুল নাচগানের আসরে প্রতিদিন রাত হতেই মেলায় ভিড় জমাচ্ছে বেশীরভাগ বাড়ির পুরুষেরা৷
অভিযোগ, সব জেনেও নিশ্চুপ পুলিশ৷ আর মেলা কমিটির লোকজন বলছেন, কারা নাচের আসর বসাচ্ছে তা নাকি জানাই নেই৷ তাঁদের বললেও অভিযোগ কালীপুজোর দিন থেকেই শুরু হয়েছে এই আসর৷ আবার অনেকের কথা বড় শহরের বার ডান্সকেও হার মানাচ্ছে এই নাচের আসর৷