
ডেস্ক রিপোর্ট : : দুপুরের পর হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ওমর সানী।
এরপরই পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন। আজ বিকেলে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। বিষয়টি নিশ্চিত করেছেন তার সহকারী আলী হোসেন।
কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন ওমর সানীর হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। তবে তিনি শঙ্কামুক্ত। আরো কিছু প্রয়োজনীয় রিপোর্ট হাতে আসার পর পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেয়া হবে বলে চিকিৎসক সূত্রে জানা গেছে।
ওমর সানীর পাশে তার স্ত্রী মৌসুমী এবং পরিবারের অন্যান্য সদস্য রয়েছেন হাসপাতালে।