
ডেস্ক রিপোর্ট : : বেশ কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল ভেঙে যাচ্ছে জুহি পারমার ও শচিন শ্রফ এর সংসার। সেই গুঞ্জনই এবার সত্যি হচ্ছে।
অবশেষে বিচ্ছেদের জন্য আবেদন করলেন টেলিভিশনের অন্যতম জনপ্রিয় এই জুটি। এর মাধ্যমে ৮ বছর সংসার জীবনের ইতি ঘটতে যাচ্ছে জুহি-শচিনের।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, সম্প্রতি জুহির জন্মদিনে গরহাজির ছিলেন শচিন। তখন থেকেই শুরু হয় জোর জল্পনা। যদিও বিষয়টি নিয়ে মুখে ‘রা’ কাটেননি জুহি, শচিনের কেউই। শোনা যাচ্ছে, জুহি, শচিনের একমাত্র মেয়ে সামাইরা বর্তমানে মায়ের কাছেই রয়েছে। তবে বছর চারের শিশুর দায়িত্ব শেষ পর্যন্ত জুহিকেই দেওয়া হবে বলেও মনে করা হচ্ছে।
এদিকে, ‘শনি’র শুটিংয়ে ব্যস্ত জুহি। আর পরম অবতার শ্রী কৃষ্ণের শুটিংয়ে ব্যস্ত রয়েছেন শচিন শ্রফ।