এশিয়া খবর২৪ ডেস্ক :: না বলা কথাগুলো না বলেই হোক বলা, বেশ কবছর আগেই এ শ্লোগানে দেশের সংস্কৃতি চর্চার সীমা অতিক্রম করেছে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন শিল্প । বাংলাদেশের মূকাভিনয়ের সক্ষমতা প্রকাশ করার সাথে সাথে বিশ্বমূকাভিনয়ের আলোচনার ক্ষেত্র তৈরী করেছেন ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন।
মূকাভিনয়ের শিল্পের নিজস্বতা হচ্ছে না বলা কথাগুলো না বলেই হোক বলা। দলটি একেবারেই তারুণ্য-নির্ভর। তারুণ্যের অপ্রতিরোধ্য গতি তাদের শিল্পের সাধনায় উন্মত্ত করে রেখেছে। যা ভাবছে তাই-ই সম্ভব করে তুলছে তারুণ্যের বাঁধ ভাঙ্গা জোয়ারে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে তারা বানিয়েছে শিল্পের ক্যাম্ভাস। আন্তর্জাতিক ভাবে রেখেছেন এ শিল্পের প্রতিভা। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ভারতের ত্রিপুরার 'লিটল ড্রামা গ্রুপের আমন্ত্রণে গত ১১ আগস্ট ত্রিপুরায় প্রদর্শনী করেছে 'ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন'। আয়োজিত অনুষ্ঠানে একক মূকাভিনয় পরিবেশন করেন ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের সহ-সভাপতি মূকাভিনেতা আল আমিন সাব্বির। এসময় রাজ্যের কৃষি, পরিবহন ও পর্যটনমন্ত্রীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Goutam Saha সহ সবাইকে ধন্যবাদ ও ভালোবাসা জানিয়েছেন ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন।