
বিনোদন ডেস্ক :: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। ছেলে তৈমুর আলী খানের জন্মের পর
তিনি বেশ মুটিয়ে গিয়েছিলেন। সেই বাড়তি মেদ ঝরাতে জিম থেকে শুরু করে যোগ ক্লাস পর্যন্ত গিয়েছেন কারিনা।
সম্প্রতি ভোজ ম্যাগাজিনের প্রচ্ছদকন্যা হয়ে উষ্ণতা ছড়িয়েছেন ‘বজরঙ্গি ভাইজান’খ্যাত এই তারকা।
বিকিনি পরে এস ফ্যাশন ফটোগ্রাফার এরিকোস অ্যান্ড্রিউর ক্যামেরায় ধরা দিয়েছেন বেবো (কারিনার ডাকনাম)। এতে বেশ আবেদনময়ী লেগেছে ৩৭ বছর বয়সী এই অভিনেত্রীকে।