
ডেস্ক রিপোর্ট:: গরম ও আভিজাত্য যেন হাত ধরে চলে। আর এই গরমে যার ফ্যাশন জ্ঞান নিয়ে কোনো সন্দেহ নেই,
তিনি বলিউড সেনসেশন সানি লিওনি। ইনস্টাগ্রামের ছবিগুলো সেটাই প্রমাণ করে। পার্টি লুকস বা সৈকতের ধারে, সব খানেই তিনি ধরে রাখতে পারেন এক ধাঁচের সৌন্দর্য। ইনস্টাগ্রামের সাম্প্রতিক পোস্ট করা একটি ছবিতে সানি পরে আছেন কালো জিন্স ও পুষ্পসোভিত বোমারু জ্যাকেট। তার মাথায় কালো টুপি, কানের দুল। হাতে একটি গোল্ডেন ব্যাগ নিয়ে আছেন, যা তার গ্ল্যামার সঠিক পরিমাণ যোগ করে। যখন শোটিং থাকেনা ‘লায়লা’ খ্যাত সানি লিওন সব সময় মজে থাকেন ফ্যাশন ও ইন্টারনেটে শপিং নিয়ে। নিজের ফ্যাশনাবল উপ¯ি’তি ও পোস্টগুলো দিয়ে এরই মধ্যে জায়গা করে নিয়েছেন ফ্যাশন জগতেও। বলিউডের জ্যোতি ছড়ানো সানি লিওনি ব্যস্ত আছেন ফটোশুট, পণ্যের মোড়ক উন্মোচন, ও স্বামী ডেনিয়েলকে সময় দিয়ে। শাহরুখের রাইস-এর পর শিগগিরই সানিকে দেখা যাবে সোনাক্ষী সিনহার ‘নুর’ ছবিতে।