নিউজ ডেস্ক:: অলৌকিক এক ক্ষমতার অধিকারী চিত্রনায়িকা আইরিন। যে ক্ষমতা কাজে লাগান মন্দের বিরুদ্ধে।
দুষ্টু যাদু শক্তির বিনাশে মানুষের উপকারে কাজ করেন তিনি। এমনই এক গল্প নিয়ে প্রথমবার বাংলাদেশে কোন কমিক গল্প বেজ করে চলচ্চিত্র নির্মিত হচ্ছে। আর এতে মূল চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা আইরিন। নাম ‘আকাশমহল’।
দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ছবিটিতে বীনা চরিত্রে দেখা যাবে আইরিনকে। সম্প্রতি শুরু হয়েছে ছবিটির শুটিং। তবে ছবিটিতে আইরিনের নায়ক হিসেবে কে থাকছেন তা চূড়ান্ত করে এখনও বলতে পারেননি নায়িকা। শুধু জানান, আপাতত ফেরদৌস ভাইয়ের সঙ্গে কথা হচ্ছে। তাকে চূড়ান্ত করা হয়েছে কী না তা এখনও আমি জানিনা।
ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত আইরিন। সমকাল অনলাইনকে তিনি জানান,‘ হলিউড বলিউডে এমন গল্পের অনেক হয়। কিন্তু বাংলাদেশে এমনটি এবারই প্রথম। এতে আমি অলৌকিক শক্তির একজন থাকি। গল্পটি আমার কাছে দারুন লেগেছে। সেই সঙ্গে ঝন্টু স্যারের মতো বড় মাপের একজন পরিচালকের সঙ্গে কাজ করছি। এটা অবশ্যই ভালো কিছু হবে।’
ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত হচ্ছে ‘আকাশমহল’। ছবিটিতে ড্যানি সিডাক যাদুকরের চরিত্রে অভিনয় করছেন।
এমন গল্পের ছবি কী বাংলাদেশেল দর্শকরা গ্রহণ করবেন? প্রশ্ন রাখতেই আইরিন বলেন, ’আমার কাছে মনে হয়েছে দর্শকদের গ্রহণ করার মতো একটি ছবি হবে। কমার্শিয়াল চলচ্চিত্র এটি। দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই নির্মিত হচ্ছে। আমি আশাবাদী।’
এদিকে মুক্তি অপেক্ষায় রয়েছে আইরিনের একাধিক ছবি। এর মধ্যে রয়েছে বুলবুল জিলানীর ‘রৌদ্র্র ছায়া’, শফিকুল ইসলাম সোহেলের ‘ভোলা’, অরণ্য পলাশের ‘গন্তব্য’ ও সাইফ চন্দনের ‘টার্গেট’।