
এশিয়া খবর ডেস্ক:: বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে ফের দেখা যাবে আরেক বলি সুন্দরী আনুশকা শর্মাকে।
তারা সর্বশেষ আলি জাফর পরিচালিত ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত 'সুলতান' ছবিতে জুটি বেঁধে অভিনয় করেন।
এরপর আর কোন ছবিতে তাদের একসঙ্গে দেখা যায়নি। জানা গেছে, এবার তারা দু'জন ফের এক হচ্ছেন পরিচালক সঞ্জয় লীলা বানশালীর পরবর্তী প্রজেক্টে।
ইন্ডিয়া টিভি জানায়, বলিউডের প্রখ্যাত পরিচালক সঞ্জয় লীলা বানশালী আসন্ন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন 'সুলতান' খ্যাত অভিনেতা সালমান খান। সালমানের সঙ্গে নায়িকা হিসেবে দেখা যাবে 'পরি' খ্যাত অভিনেত্রী আনুশকা শর্মাকে।
'দেবদাস' 'বাজিরাও মাস্তানি' ও 'পদ্মাবত'র মতো ব্যাবসাসফল ছবির এই পরিচালকের সঙ্গে প্রথমবার কাজ করবেন আনুশকা শর্মা।
বানশালীর পরবর্তী প্রজেক্টে শাহরুখের অভিনয় করার কথা জানা গেলেও শেষ পর্যন্ত সালমানকেই বেছে নেন পরিচালক।
তবে বানশালীর পরবর্তী সিনেমার নাম জানা যায়নি।