
নিউজ ডেস্ক:: মার্কিন পপশিল্পী নিক জোনাস সম্প্রতি বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে বিয়ে করেছেন।
সাবেক মিস ওয়ার্ল্ড প্রিয়াঙ্কার সঙ্গে এ মাসের শুরুতে যোধপুরের উমেদ ভবন প্যালেসে খ্রিস্ট্রান ও হিন্দু রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাস নিজের ভবিষ্যৎ পরিবার পরিকল্পনার কথা জানান।
নিক বলেন, 'অবশ্যই আমিও একজন বাবা হতে চাই। ছোটবেলা থেকে আমি যেভাবে বড় হয়েছি, ঠিক সেভাবেই আমি আমার সন্তানকে লালন-পালন করতে চাই।'
তিনি আরও বলেন, 'আমি মনে করি এটা বাস্তব এবং আমি এও মনে করি, সে আমার চেয়ে দ্রুত বেড়ে উঠুক! আমার জীবনে চলার পথে যাকিছু দেখেছি, জেনেছি, শুনেছি সেগুলো আমি আমার সন্তানের সঙ্গে শেয়ার করতে চাই।'
এদিকে প্রিয়াঙ্কা-চোপড়া নিক জোনাসের দ্বিতীয় বিবাহোত্তর সংবর্ধনার অনুষ্ঠান ২০ ডিসেম্বর মুম্বাইয়ের তাজ হোটেলে অনুষ্ঠিত হবে। ওই অনুষ্ঠানে বলিউড এবং হলিউডের একাধিক তারকা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। সূত্র: ডেকান ক্রনিকেল