
এশিয়া খবর ডেস্ক:: চীনের সানইয়াহ শহরে সম্প্রতি অনুষ্ঠিত হলো বিশ্ব সুন্দরী খোঁজার আসর ‘মিস ওয়ার্ল্ড ২০১৮’।
এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট বিজয়ী জান্নাতুল ফেরদৌস ঐশী। সেখানে সেরা ১২ নির্বাচনে বাদ পড়েন ঐশী। তবে মিস ওয়ার্ল্ডের সেরা ২০-এর তালিকায় জায়গা করে নেন তিনি। অর্থাৎ বিশ্বের সেরা ২০ সুন্দরীর মধ্যে ঐশী একজন।
১০ ডিসেম্বর দেশে ফিরে শনিবার এফডিসির জহির রায়হান কালার ল্যাবে সংবাদ সম্মেলনে আসেন এ সুন্দরী। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নান বিষয়ে। জানান সুন্দরী খোঁজার আয়োজনে তার ভূলগুলো সম্পর্কে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে অন্তর শোবিজের দুই কর্তার সঙ্গে ঐশী
ঐশী বলেন, ‘আমার দুর্ভাগ্য যে মূল আসরে যাওয়ার আগে ভালো গ্রুমিং করতে পারিনি। আপনারা জানেন, আমি ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলাম। এ জন্য অনেকদিন হাসপাতালে ভর্তি ছিলাম। তাই নিজেকে তৈরি করার যতোটা সময় প্রয়োজন ছিলো সেটা পাইনি।’
ঐশী আরও বলেন, ‘মূল আসরে গিয়ে মনে হয়েছে, এইসব প্রতিযোগিতার জন্য নিজেকে আরও বেশি প্রস্তুত করে নিয়ে যাওয়া উচিত। কারণ ওখানে সুন্দরী মানে শুধু দেখতে সুন্দরী না। নারীর মন ও মানসিকতার সৌন্দর্যটাকেই তারা বেশি প্রাধান্য দেন। একজন প্রতিযোগীর ন্যাচারাল বিউটিকে গুরুত্ব দেওয়া হয়। যেটা আমার মধ্যে ছিল। আর এটি আয়োজক ও সাবেক বিশ্বসুন্দরী মানসী চিল্লার বারবার বলেছেন।’
৩০ সেপ্টেম্বর মিস ওয়ার্ল্ড বাংলাদেশের গ্র্যান্ড ফিনালেতে চ্যাম্পিয়ন হন ঐশী। সেদিন ১০ সুন্দরীর মধ্য থেকে তাকে সেরা হিসেবে নির্বাচিত করা হয়। এরপর তিনি বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পান।
বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় থেকে ফিরে ঐশী বলেন, ‘পুরো আয়োজনটি আমার জন্য ছিলো জীবনের শ্রেষ্ঠ অর্জন। অভিজ্ঞতা থেকে বলছি, এবারের ছোট ছোট ভুলগুলো শুধরে নিয়ে চলতে পারলে দ্রুতই আমরা বিশ্ব সুন্দরীর মুকুট নিতে পারবো।’